৬ গোলের ম্যাচে বার্সার ত্রাতা ইয়ামাল, ফেরমিন আর ভিএআর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম
ফেরমিন আর ইয়ামালই বার্সার হয়ে আলো কেড়েছেন সবচেয়ে বেশি/সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ক্লাব ব্রুজের মাঠে ম্যাচে তখন ইনজুরি সময় চলছে। ঠিক তখনই হাইপ্রেস করে স্বাগতিক ফরোয়ার্ড রোমিও ভেরমাঁ বল কেড়ে নিয়ে জড়িয়ে দিয়েছিলেন জালে। স্কোরলাইন তখন দেখাচ্ছিল ৪-৩! সেটা হলে চলতি চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে দ্বিতীয় হারের কবলে পড়তে হতো তাদের। শেষমেশ বার্সার ত্রাতা হয়ে এসেছে ভিএআর, শেষ মুহূর্তে গোলটা বাতিল হয় ব্রুজের।
বার্সা অবশ্য পুরো ম্যাচেই ছিল ব্যাকফুটে। লিড নিতে পারেনি এক বারও। তিন বার পিছিয়ে পড়েছিল। তবে এরপরও যে ৩-৩ ড্র নিয়ে ফিরতে পেরেছে তার কৃতিত্বের পুরোটাই যাবে ফেরমিন লোপেজ আর লামিন ইয়ামালের খাতায়। ফেরমিন দুই গোলের জোগান দিয়েছেন। আর ইয়ামাল এক গোল করেছেন, আত্মঘাতী গোলটাতেও ছিল তার অবদান। তাতেই তিনি বনে গেছেন বার্সার ত্রাতা।
বেলজিয়ামের ইয়ান ব্রেইডেল স্টেডিয়ামে শুরু থেকেই ছিল উত্তেজনা। ষষ্ঠ মিনিটেই নিকোলো ট্রেসোলদির গোলে এগিয়ে যায় ক্লাব ব্রুজ। কিন্তু দুই মিনিট পরই ফেররান তরেসের গোলে সমতায় ফেরে বার্সা। ১৭ মিনিটে আরেকটি দ্রুত পাল্টা আক্রমণ থেকে কার্লোস ফোর্বস আবার লিড এনে দেন ব্রুজকে। প্রথমার্ধের শেষ দিকে ফেররান তরেস গোলরক্ষককে একা পেয়েও বলটা লক্ষ্যেই রাখতে পারেননি। ফলে ২-১ গোলে পিছিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরুতে জোয়াকিন সেয়েসের কাছ থেকে আসা শক্তিশালী শট ঠেকিয়ে দেন শেজনি। ৫৯ মিনিটে দূরপাল্লার শটে প্রায় গোল করে ফেলেছিলেন এরিক গার্সিয়া, কিন্তু তার বল ক্রসবারে লেগে ফিরে আসে। এর কিছুক্ষণ পরই লামিন ইয়ামাল দারুণ এক একক প্রচেষ্টায় গোল করে আবার সমতায় ফেরান বার্সেলোনা।
তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিট পরই আবারও পাল্টা আক্রমণে গোল করে ফোর্বস। বার্সার হাই ডিফেন্সিভ লাইন ভেঙে দারুণ চিপ শটে গোলরক্ষক শেজনিকে পরাস্ত করেন তিনি। ম্যাচের ৭৭ মিনিটে বার্সেলোনার ভাগ্য ফেরে। ইয়ামালের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন সেয়েস। ফলে আবার সমতায় ফিরে আসে খেলা।
শেষ মুহূর্তে ওই ভিএআর নাটকীয়তা! যোগ করা সময়ে ব্রুজের ভারমাঁ গোল করেন, কিন্তু ভিডিও রিভিউ শেষে দেখা যায় তিনি শেজনির ওপর ফাউল করেছিলেন। ফলে গোলটি বাতিল হয়ে যায় এবং বার্সেলোনা রক্ষা পায় পরাজয় থেকে। তার আগেও এক বার ভিএআর রক্ষা করে বার্সাকে। পেনাল্টি দিয়েও তা ভিএআর দেখে এসে ফিরিয়ে নেন রেফারি অ্যান্থনি টেলর।
এই ড্রয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট পেল বার্সেলোনা, ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়াল ৭-এ। চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে তারা অবস্থান করছে ১১ নম্বরে।
