Logo
Logo
×

খেলা

বিদায়ী সালাউদ্দিনকে নিয়ে যা বললেন আশরাফুল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

বিদায়ী সালাউদ্দিনকে নিয়ে যা বললেন আশরাফুল

সালাউদ্দিন ও আশরাফুল/ফাইল ছবি

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন। আয়ারল্যান্ড সিরিজে এই দায়িত্ব পালন করবেন তিনি। এই সিরিজ দিয়ে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদও ছাড়তে চলেছেন মোহাম্মদ সালাউদ্দিন। কোচ হিসেবে তাই দুজনের একসঙ্গে খুব বেশি দিন কাজ করা হচ্ছে না। 

কোচ হিসেবে খুব বেশি দিন এক সঙ্গে কাজ না করলেও তিনি খেলোয়াড়ি জীবনে সালাউদ্দিনের অধীনে কাজ করেছেন। সেই স্মৃতি রোমন্থন করে আশরাফুল সম্প্রতি বলেন, ‘সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে। আমি সেরকম (সম্পর্ক খারাপ হওয়ার মতো) কেউ নই। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গেও সম্পর্ক ভালো। আমি যখন অধিনায়ক ছিলাম তখনো উনি কাজ করেছেন। তাই যেমনটা ভাবা হচ্ছে, তেমন কিছু নয়।’

নতুন দায়িত্ব পেয়ে দারুণ আনন্দিত আশরাফুল। তিনি বলেন, ‘ক্রিকেট ছাড়ার পর আমি মাঠেই থাকতে চেয়েছি। সে অনুসারে কোচিংয়ে এসেছি। আবারও বাংলাদেশের ড্রেসিংরুমে ফিরতে পেরে আমি আনন্দিত। অনেক কিছু দেখেছি এখানে। এখন সেসবই ভাগাভাগি করে নিতে চাই বর্তমান ক্রিকেটারদের সঙ্গে এবং এই অনুভূতি দারুণ।’

জাতীয় দলের ব্যাটিং কোচ হয়ে বাড়তি একটা দায়িত্বও পালন করবেন। তিনি বলেন, ‘কীভাবে সফল হয়েছি এবং কী কারণে হতে পারিনি, এসবের নেপথ্য কারণ ভাগাভাগি করার চেষ্টা করব। এই খেলায় কৌশলগত দিকের চেয়ে মানসিকভাবে বেশি শক্তিশালী হতে হবে। জাতীয় দলের ড্রেসিংরুমে আমি এসব নিয়েই কাজ করব। এ নিয়ে যদি আপনার স্পষ্ট ধারণা থাকে, ব্যাটিং-পারফরম্যান্স দুটোই করা সহজ হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম