Logo
Logo
×

খেলা

মুশফিকের অভিষেক দেখা আশরাফুল এবার সাক্ষী হবেন তার ইতিহাসেরও

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৩০ এএম

মুশফিকের অভিষেক দেখা আশরাফুল এবার সাক্ষী হবেন তার ইতিহাসেরও

সেই আশরাফুল এখন মুশফিকের কোচ/ফাইল ছবি

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল উচ্ছ্বসিত। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে তার কোচিং অধ্যায়ের নতুন যাত্রা। মুশফিকুর রহিমের অভিষেক টেস্টে আশরাফুল ছিলেন দলের অন্যতম খেলোয়াড়। মুশফিকের শততম টেস্টে আশরাফুল হবেন ব্যাটিং কোচ।

বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে সাবেক অধিনায়ক আশরাফুল বলেন, ‘প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে। খেলা ছেড়ে দেওয়ার পর ভেবেছিলাম কোচিংয়ের মাধ্যমে ক্রিকেটে যুক্ত থাকব। আমার জীবনে যেমন ভালো ইনিংস আছে, তেমনি খারাপ সময়ও এসেছে। সেই অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগাভাগি করতে চাই।’

জাতীয় দলের ড্রেসিংরুমে ফেরার অনুভূতি নিয়ে রোমাঞ্চিত তিনি। আশরাফুল বলেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আল্লাহ আমাকে সেই সুযোগটা দিয়েছেন। মুশফিকের অভিষেক ম্যাচে আমি ছিলাম লর্ডসে। এবার তার শততম টেস্টে কোচ। এটা আমার জন্য দারুণ গর্বের।’

তিনি বলেন, ‘মুশফিককে আমি ছোটবেলা থেকে দেখে আসছি। সে একমাত্র ক্রিকেটার, যে বিশ বছর ধরে জাতীয় দলে খেলছে শৃঙ্খলার জন্য। সবাই তার কাছ থেকে শেখার মতো অনেক কিছু পাবে।’

আশরাফুল এর আগে বিপিএল, ডিপিএল, এনসিএলসহ ঘরোয়া পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। আবুধাবিতে সম্পন্ন করেছেন লেভেল থ্রি কোচিং কোর্স। গত দুই বছর রংপুর রাইডার্স, ঢাকা প্রিমিয়ার লিগ এবং মেয়েদের লিগে কাজ করেছেন। আশরাফুল বলেন, ‘সমালোচনা হবেই, জানি। তবে একটু রয়েসয়ে করলে ভালো হয়। ভালো করলে আকাশে তুলবে, খারাপ করলে মাটিতে নামাবে, এটাই বাস্তবতা।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম