Logo
Logo
×

খেলা

আইসিসির মাসসেরার দৌড়ে রশিদ-নোমানের সঙ্গী মুতুসামিও

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

আইসিসির মাসসেরার দৌড়ে রশিদ-নোমানের সঙ্গী মুতুসামিও

ছবি: আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অক্টোবর মাসের সেরার দৌড়ে আছেন দক্ষিণ আফ্রিকার সেনুরান মুতুসামি, পাকিস্তানের নোমান আলি ও আফগানিস্তানের রশিদ খান। 

শুক্রবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে গেল মাসের পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

নারীদের ক্রিকেটে সেরার দৌড়ে আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, ভারতের স্মৃতি মান্ধানা ও অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।

গেল মাসে দু’টি টেস্ট খেলেছেন প্রোটিয়া স্পিনার মুতুসামি। পাকিস্তান সফরে ঐ দুই টেস্টের প্রথম ম্যাচে ১১ উইকেট নেন তিনি। তবে দ্বিতীয় টেস্টে কোন উইকেট শিকার করতে পারেননি এই স্পিনার। তারপরও ১০৬ রান দিয়ে ১১ উইকেট নিয়ে সিরিজ সেরা হন মুতুসামি।

গেল মাসে দুই টেস্ট খেলেছেন নোমানও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐ দুই ম্যাচে ১৪ উইকেট শিকার করেন তিনি। এরমধ্যে প্রথম টেস্টেই নেন ১০ উইকেট। 

অক্টোবরে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন রশিদ। বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে ৬ উইকেট এবং জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে ৩ উইকেট নেন এই স্পিনার। এছাড়া বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রশিদ। তিন ম্যাচে ১১ উইকেট পকেটে ভরেন তিনি।

গত মাসে নারী ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন উলভার্ট-মান্ধানা ও গার্ডনার। ৮ ম্যাচ খেলে ৪৭০ রান করেন উলভার্ট। বিশ্বকাপ শেষে সর্বোচ্চ রানের মালিকও হন তিনি। কিন্তু বিশ্বকাপের মঞ্চে ৫৭১ রান করেও দক্ষিণ আফ্রিকাকে শিরোপার স্বাদ দিতে পারেননি উলভার্ট। ফাইনালে ভারতের কাছে ৫২ রানে হারে প্রোটিয়ারা।

অক্টোবরে বিশ্বকাপ প্রতিযোগিতায় ৭ ম্যাচ খেলে ৩৮১ রান করেন মান্ধানা। টুর্নামেন্টে শেষে ৪৩৪ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হন তিনি। 

গেল মাসে ব্যাট-বল হাতে দারুণ ছন্দে ছিলেন গার্ডনার। ৭ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৩২৮ রান ও বল হাতে ৭ উইকেট শিকার করেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম