Logo
Logo
×

খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই স্তরের প্রস্তাব বাতিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:১৯ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই স্তরের প্রস্তাব বাতিল

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই স্তরে রাখার প্রস্তাব করা হয়েছি। নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান রজার টুওসের নেতৃত্বে ওয়ার্কিং গ্রুপ এই সুপারিশ উপস্থাপন করে।

অর্থ, র‍্যাংকিং এবং অবনমনের ঝুঁকির কারণে সদস্য দেশগুলোর মতপার্থক্যের কারণে এই প্রস্তাব বাতিল করা হয়।

সেই প্রস্তাব অনুসারে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা শীর্ষ স্তরে থাকবে। দ্বিতীয় স্তরে থাকবে পাকিস্তান, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। তাদের সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী আসরে (২০২৭-২০২৯) যোগ হবে- আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড ক্রিকেট দল।

ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও পাকিস্তান নিম্ন র‍্যাংকিংর কারণে সুযোগ কমে যাওয়া নিয়ে উদ্বিগ্ন ছিল। আর ইংল্যান্ড অবনমনের ঝুঁকি নিতে রাজি হয়নি।  যে কারণে দ্বিস্তরের সেই প্রস্তাব বাতিল হয়।

বর্তমানে শীর্ষ ৯ দল টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে। পরবর্তী চক্রে সব পূর্ণ সদস্য দেশ ১২টি দল হিসেবে অংশ নেবে। ম্যাচের সংখ্যা এখনও নির্ধারিত হয়নি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি পর্বে খেলছে-অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, বাংলাদেশ, ওয়েষ্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল।

ইতোমধ্যে ৩টি টেস্টে অংশ নিয়ে টানা জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দুই টেস্টে অংশ নিয়ে একটিতে জিতে দ্বিতীয় পজিশনে আছে শ্রীলংকা। ৭ টেস্টে অংশ নিয়ে ৪টিতে জিতে তৃতীয় পজিশনে আছে ভারত। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম