Logo
Logo
×

খেলা

সফরের মাঝপথে পাকিস্তান ছাড়তে চান শ্রীলঙ্কার আট ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:০০ এএম

সফরের মাঝপথে পাকিস্তান ছাড়তে চান শ্রীলঙ্কার আট ক্রিকেটার

ফাইল ছবি

পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছেন শ্রীলঙ্কা দলের আটজন ক্রিকেটার। বুধবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সূত্রে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের সামা টিভিকে সেই সূত্র জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শ্রীলঙ্কার ক্রিকেটার ও বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এখনো সিদ্ধান্ত হয়নি সিরিজটি স্থগিত হবে কি না।

এর আগে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সূত্রে জানা যায়, পাকিস্তান সফর মাঝপথে ছেড়ে গেলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে।

শ্রীলঙ্কা দল পাকিস্তান সফর অসম্পূর্ণ রেখে দেশে ফেরার অনুমতি চেয়েছিল। এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি শ্রীলঙ্কার হাইকমিশনার ও দলের ম্যানেজারের সঙ্গে বৈঠক করেন। তিনি শ্রীলঙ্কান দলকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন।

বর্তমানে পরিস্থিতি অনিশ্চিত। এখনো চূড়ান্ত হয়নি, সফর শেষ হবে কি না বা নতুন করে সময় নির্ধারণ করা হবে কি না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম