Logo
Logo
×

খেলা

ফিফার অনুমতি ছাড়াই ‘বিদেশি’ ফুটবলার নিয়ে ঢাকায় এসেছে ভারত

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫১ এএম

ফিফার অনুমতি ছাড়াই ‘বিদেশি’ ফুটবলার নিয়ে ঢাকায় এসেছে ভারত

রায়ান উইলিয়ামস/ছবি-বাফুফে

এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইয়ের ফিরতি লেগে আগামী ১৮ নভেম্বর সি গ্রুপের ম্যাচে বাংলাদেশে মুখোমুখি হবে ভারতের। সেই ম্যাচ খেলতে ভারত ঢাকায় চলে এসেছে। তবে এই ম্যাচের আগে আলোচনায় রায়ান উইলিয়ামস। এই ‘বিদেশি’ ফুটবলারকে ফিফার অনুমতি ছাড়াই ঢাকায় নিয়ে এসেছে ভারত।

ভারতীয় দল ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুশীলন করছে। দলে সবচেয়ে আলোচিত বিষয় হলো অস্ট্রেলিয়ার হয়ে খেলা সাবেক ফুটবলার রায়ান উইলিয়ামসকে দলে নেওয়া। বেঙ্গালুরু এফসির এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। তাকে কোচ খালিদ জামিল দলে রেখেছেন।

তবে ভারত কোচ তাকে দলে রেখেছেন ফিফার অনুমতি না নিয়েই। শুধু ফিফা নয়, ফুটবল অস্ট্রেলিয়ার কাছ থেকেও অনুমতি নেওয়া হয়নি ভারতের। সেই অনাপত্তিপত্র পেলে ফিফা আর এএফসির কাছে আবেদন করতে হবে ভারতকে। সেটা না হলে তিনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না।

এআইএফএফ এক বিবৃতিতে বলেছে, ‘ফরোয়ার্ড রায়ান উইলিয়ামস সম্প্রতি ভারতীয় পাসপোর্ট পেয়েছেন। তিনি বাংলাদেশ সফর করবেন। তবে মাঠে নামা নির্ভর করবে ফুটবল অস্ট্রেলিয়ার এনওসি এবং ফিফা ও এএফসি–র অনুমোদন পাওয়ার উপর।’

এনওসি না আসা পর্যন্ত খালিদ তাকে মাঠে নামাতে পারবেন না। যদিও তিনি ঢাকায় দলের সঙ্গে অনুশীলন করবেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম