হামজাদের খেলা দেখতে স্টেডিয়ামে থাকবেন শান্তদের কোচও
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪২ এএম
ফিল সিমন্স/ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য জাতীয় ফুটবল দল এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট দল রয়েছে হোটেল সোনারগাঁওয়ে। দুই দলের সদস্যদের দেখা হয়ে যাওয়াটা খুব সম্ভব। সেটা হয়ে গেলোও!
সকালের নাশতার জন্য লিফটে নামছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ফিল সিমন্স। দুজনের মধ্যে কথাও হলো।
সোমবার সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, ‘ক্রিকেট কোচ সিমন্স আমাকে জিজ্ঞেস করেন, ভারতের বিপক্ষে ম্যাচে তো অনেক চাপ? কী মনে হচ্ছে?’
উত্তরে কী বলেছেন জামাল সেটাও জানালেন, ‘আমি বললাম, ফুটবলারদের জন্য চাপ থাকাটা স্বাভাবিক। চাপ সব সময় থাকে। তবে এটা সামলানোই আমার কাজ।’ সিমন্স বলেন, ‘আমিও ম্যাচ দেখতে স্টেডিয়ামে থাকব।’
ম্যাচের গভীরতা বোঝাতে জামাল বলেন, ‘ক্রিকেটের দিকটা যদি দেখেন, তারাও এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। শুধু সমর্থক কিংবা পরিবার নয়। অন্যান্য খেলাধুলার লোকেরাও আগ্রহ দেখাচ্ছে। সারা বাংলাদেশ এই ম্যাচ দেখবে।’
