Logo
Logo
×

খেলা

কড়া শাস্তি বাবরের, গুনতে হবে জরিমানা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

কড়া শাস্তি বাবরের, গুনতে হবে জরিমানা

বাবর আজম। সংগৃহীত ছবি

সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় আসা বাবর আজম পড়েছেন সমালোচনায়। শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি শুনেছেন পাকিস্তানের তারকা এই ব্যাটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও সাবেকদের সমালোচনার মুখেও পড়েছেন।

আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল-১ অপরাধের অভিযোগ উঠেছে বাবরের বিরুদ্ধে। তার ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। বাবর শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

রোববার রাওয়ালপিন্ডিতে শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচে আউট হওয়ার পরে ব্যাট দিয়ে আঘাত করে বসেন স্টাম্পে। শৃঙ্খলাজনিত এই কারণের জন্য বাবরের উপরে নেমে আসে শাস্তি। আইসিসি-র আচরণবিধির লেভেল ওয়ান ভেঙেছেন বাবর।  

বাবরের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারের ঘটনা সেটি। বাবর আউট হয়ে ক্রিজ ছাড়ার আগে স্টাম্পে আঘাত করেন। 

বাবর আজম অবশ্য নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। শাস্তিও মেনে নিয়েছেন। সেই কারণে বাবরের আনুষ্ঠানিক শুনানির আর দরকার পড়েনি। 

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ৮৩টি ইনিংস ও ৮০৭ দিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেন বাবর আজম। এমন সিরিজেই শুনেছেন শাস্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম