|
ফলো করুন |
|
|---|---|
আবুধাবি টি-টেন লিগে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে জিতল তার দল নর্দান ওয়ারিয়র্স।
দিনের প্রথম ম্যাচে তাসকিন আহমেদের নর্দান ওয়ারিয়র্সের কাছে ৪ রানে হেরে যায় সাইফ হাসানের আস্পিন স্ট্যালিয়ন্স।
ক্যারিয়ারে প্রথমবার টি-টেন লিগে খেলতে গিয়ে বোলিং-ব্যাটিং কোনো বিভাগেই ভালো করতে পারেননি সাইফ হাসান।
ইনিংসের সপ্তম ওভারে বোলিং করতে এসে দুই ছক্কায় ১৭ রান দেন ডানহাতি এই অফ স্পিনার। ব্যাটিংয়েও পরিস্থিতি অনুযায়ী খেলতে পারেননি। ১১ বলে করেছেন ১৫ রান।
১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে সাইফের দলের ইনিংস থামে ১১০ রানে। ৩ উইকেট নিয়ে নর্দান ওয়ারিয়র্সকে জিতিয়েছেন শাহনাওয়াজ দাহানি। ২ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। ২ ওভারে খরচ করেছেন ২১ রান।
এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্ট্যালিয়ন্স। আগে ব্যাট করে ১ উইকেটেই নির্ধারিত ১০ ওভারে ১১৪ রান করে নর্দান ওয়ারিয়র্স। জনসন চার্লসের ৩৪ বলে ৫৫ ও কলিন মুনরোর অপরাজিত ২১ বলে ৩৮ রানের ইনিংসে ১ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে নর্দান।
