Logo
Logo
×

খেলা

হামজা-শমিতরা কঠিন কাজটাই সহজ করে দিয়েছে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:২৮ পিএম

হামজা-শমিতরা কঠিন কাজটাই সহজ করে দিয়েছে

ফাইল ছবি

স্মৃতিটা রিওয়াইন্ড করে ২০০৩ সালে ফিরে যান। ঢাকার জাতীয় স্টেডিয়ামে (তখন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের অন্তিমলগ্নে মতিউর মুন্নার গোল। সেই গোলের পরই বেজে ওঠে শেষ বাঁশি। বাংলাদেশ ২-১ গোলে হারায় ভারতকে। ২২ বছর পর সেই জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের নিয়মরক্ষার ম্যাচে মতিউর মুন্নার উত্তরসূরি শেখ মোরসালিনের গোলে বহুল প্রতীক্ষিত ও প্রার্থিত জয় পায় বাংলাদেশ। হেরে যায় ভারত।

হামজা চৌধুরী যোগ দেওয়ার পর বাংলাদেশ ফুটবলের খোলনলচে বদলে গেছে। এরপর আরও একাধিক প্রবাসী ফুটবলার জাতীয় দল অলঙ্কৃত করেছেন। কানাডা প্রবাসী শমিত সোম, ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম এবং যুক্তরাজ্য প্রবাসী জায়ান আহমেদ। নতুন করে ঢেলে সাজানো জাতীয় ফুটবল দল এখন আগের চেয়ে অনেক প্রাণবন্ত। বদলে যাওয়া বাংলাদেশ দলকে নিয়ে সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেছেন, ‘আমাদের সময়ে খেলা হতো একরকম। এখন হয় আরেক রকম।’ তার সংযোজন, ‘সত্যি বলতে, এখনকার ফুটবল অনেক কঠিন। সেই কঠিন খেলাটি সহজ করে খেলছে হামজা, শমিতরা।’

তার সঙ্গে একমত আরেক সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। ১৯৮৪ থেকে ১৯৯৩ পর্যন্ত টানা ১০ বছর জাতীয় দলের হয়ে খেলা মোহামেডানের এই সেন্টার-ব্যাকের বিশ্লেষণ, ‘ফুটবল খেলা এখন অনেক কঠিন। অঙ্ক-নির্ভর।’ ভারতকে হারাতে ২২ বছর লেগেছে। মঙ্গলবার রাতে জয়ে পরিতৃপ্ত কায়সার হামিদ বলেন, ‘অনেকদিন পর এমন একটা ম্যাচ দেখলাম। মনটা ভরে গেল। খুব ভালো লেগেছে।’ তিনি যোগ করেন, ‘২২ বছর পর ভারতকে হারানোর সক্ষমতা আমরা অর্জন করেছি। আশা করি, সামনে আরও অনেক দলকে হারাব। এমন জয় দেখব আরও।’

১৯৭৫ থেকে ১৯৮৫ পর্যন্ত টানা ১০ বছর জাতীয় দলের হয়ে খেলা আবাহনীর উইঙ্গার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুও অভিন্ন সুরে বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর আমরা ভারতকে হারালাম। আমাদের ফুটবলের জন্য এটা খুবই ভালো খবর। আগেই আমি গণমাধ্যমে বলেছিলাম, বাংলাদেশ জিতবে।

আমার অনুমানই সত্যি হয়েছে। হামজাদের এই জয়ে খুবই ভালো লাগছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম