Logo
Logo
×

খেলা

ইতিহাসগড়া সেঞ্চুরি কাকে উৎসর্গ করলেন মুশফিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০২:১৯ এএম

ইতিহাসগড়া সেঞ্চুরি কাকে উৎসর্গ করলেন মুশফিক

ক্যারিয়ারের শততম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। দেশের একমাত্র এবং বিশ্বের ১১তম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি। আর এই সেঞ্চুরি নিজের দাদা-দাদি ও নানা-নানীকে উৎসর্গ করেছেন মুশফিক।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। সেখানেই এই ঘোষণা দিয়েছেন তিনি।

সেঞ্চুরি উৎসর্গ করা নিয়ে তিনি বলেন, আমার দাদা-দাদি ও নানা-নানীকে উৎসর্গ করতে চাই। কারণ, তারা আসলে আমার সবচেয়ে বড় ফ্যান ছিলেন, যখন বেঁচে ছিলেন। 

মুশফিক বলেন, তারা যখন মারা যান, তার আগে যখন একটু অসুস্থ ছিলেন, আমার এখনও মনে আছে, আমার দাদা-দাদী, নানা-নানিরা বলেছিলেন যে, ভাই তোমার খেলা দেখার জন্য হল আমি আরও কয়েকটা দিন বেঁচে থাকতে চাই। তো এটা... মানে আসলে বিশেষ কিছু।

তিনি আরও বলেন, খুব কম নাতি বা নাতনিদের ভাগ্যে জোটে এরকম। তো সেটা বলব যে তাদের দোয়ার সৌজন্যেই এই আমি আজকে এতদূর। আরও অনেক মানুষ আছে (দোয়া করেছেন)। তবে বিশেষ করে আমি তাদের চারজনকে উৎসর্গ করতে চাই।

ঢাকা টেস্টে সেঞ্চুরি করার মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩টি সেঞ্চুরির মালিক হলেন মুশফিক। এই রেকর্ডে তার সঙ্গী হিসেবে আছেন মুমিনুল হক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম