Logo
Logo
×

খেলা

হামজাকে নিয়ে যা বললেন মুশফিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০২:৪৫ এএম

হামজাকে নিয়ে যা বললেন মুশফিক

দেশের ফুটবলের পোস্টারবয় হিসেবে পরিচিত হামজা চৌধুরী। তবে ক্রিকেট নিয়ে আগ্রহের কমতি নেই এই তারকা ফুটবলারের। শততম টেস্টে সেঞ্চুরি করায় অভিজ্ঞ মুশফিককে অভিনন্দন জানিয়েছেন তিনি। বিষয়টা জানার পর হামজাকেও ধন্যবাদ জানিয়েছেন মুশফিক।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংবাদ সম্মেলনে মুশফিককে প্রশ্ন করা হয় হামজার চৌধুরির ভিডিও বার্তা নিয়ে।

জবাবে তিনি বলেন, আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি। তো আমি সত্যিই অবাক হয়েছি এবং এটা দেখে খুশি হয়েছি। আশা করছি যদি সামনাসামনি কখনো দেখা হয়, ধন্যবাদ জানাব।

এর আগে ভিডিও বার্তায় হামজা বলেন, আসসালামু আলাইকুম মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তি আপনি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার ১০০তম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ আগামীকাল সেরাটা হবে।

মুশফিকুর রহিম দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলেন। শুধু তাই নয়, বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন। দেশের হয়ে টেস্টে যৌথভাবে ১৩টি সেঞ্চুরি হাঁকান মুশফিক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম