Logo
Logo
×

খেলা

ফলোঅন এড়াতে পারল না আয়ারল্যান্ড, তবু ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০২:১৮ পিএম

ফলোঅন এড়াতে পারল না আয়ারল্যান্ড, তবু ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর টেস্টের তৃতীয় দিনে আয়ারল্যান্ড ফলো অন এড়াতে পারল না। অলআউট হয়েছে ২৬৫ রানে। ফলোঅন এড়াতে দরকার ছিল ২৭৭। ফলোঅন করানোর সুযোগ থাকলেও বাংলাদেশ সে পথে হাঁটেনি। ব্যাট করতে নেমেছে দ্বিতীয় ইনিংসে।

৫ উইকেট হারিয়ে ৯৮ রানে আগের দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। তবে আজ লরকান টাকার আর স্টিফেন ডোহেনি মিলে এরপর ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করে ৮১ রান। তার মাঝপথে ভূমিকম্পের প্রভাব পড়েছিল মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। খেলা বন্ধ ছিল ৩ মিনিট।

ভূমিকম্পের কারণে এই বিরতির পরই বাংলাদেশ ম্যাচে ফেরে। তাইজুল ইসলাম এক ওভারেই নেন ২ উইকেট। এরপর টাকার লড়েছেন একাই। তবে ওপাশ থেকে সঙ্গও পেয়েছেন ভালোভাবেই। ডোহেনির ৪৬ এর পর জর্ডান নেইল করেন ৪৯ রান। অষ্টম উইকেটে এই নেইলের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন টাকার। তিনি শেষমেশ অপরাজিত থাকেন ৭৫ রানে।

এই লড়াইয়ের পরও শেষ পর্যন্ত ফলো অন এড়ানো হয়নি আইরিশদের। ২৬৫ রানে অলআউট হয়। ২১১ রানের লিড পায় বাংলাদেশ। তাইজুল নেন ৪ উইকেট, খালেদ আহমেদ আর হাসান মুরাদ নেন ২টি করে উইকেট।

ফলো অন করানোর সুযোগ স্বত্বেও বাংলাদেশ অবশ্য ফলো অন করায়নি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। ঝোড়ো শুরুও পেয়ে গেছে ইতোমধ্যেই। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ৭ ওভারে তুলে ফেলেছে ৪১ রান। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম