Logo
Logo
×

খেলা

মাইলফলকের অপেক্ষায় থেকে লাঞ্চে মুশফিক-মুমিনুল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:৪২ এএম

মাইলফলকের অপেক্ষায় থেকে লাঞ্চে মুশফিক-মুমিনুল

চতুর্থ উইকেট জুটিতে ১০৬ রান যোগ করেছেন মুশফিকুর রহিম আর মুমিনুল হক/সংগৃহীত

ধারাভাষ্যকক্ষে গতকাল বিকেল থেকেই বলাবলি হচ্ছে, ‘বাংলাদেশের যথেষ্ট রান হয়ে গেছে’। সকাল থেকে কথাটা আরও জোরালোই হচ্ছে ক্রমে। এরপরও বাংলাদেশ ব্যাট করে যাচ্ছে, তার ব্যাখ্যা একটাই, ব্যাটারদের আরও রানের সুযোগ দেওয়া।

মুশফিকুর রহিম আর মুমিনুল হক সে সুযোগটা নিয়েছেন ভালোভাবেই। দুজনই খুব কাছাকাছি চলে গেছেন দুটি ভিন্ন মাইলফলকের। দলের পুঁজিটা আগে থেকেই বড় ছিল। চতুর্থ দিনের প্রথম সেশনে সেটা আরও বড় হয়েছে, ৪৯১ রানের লিড জমা পড়েছে ইতোমধ্যেই।

দিনের শুরুতে সাদমান ইসলাম বিদায় নিয়েছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। অ্যান্ডি ম্যাকব্রাইনের নিচু হয়ে আসা বল পেছনের পায়ে ডিফেন্ড করতে গিয়ে এলবিডব্লিউর শিকার বনেছেন। ৭৯ রানে শেষ হয় তার ইনিংস।

এরপর নাজমুল হোসেন শান্ত ফিরেছেন দ্রুতই। জর্ডান নেইলের হঠাৎ লাফিয়ে ওঠা ডিফেন্ড করতে গিয়েছিলেন তিনি। তবে বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় গালিতে থাকা অ্যান্ড্রু বালবার্নির হাতে। ১ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

মুমিনুল-মুশফিকের জুটির শুরু এরপরই। মুশফিক অবশ্য একবার জীবন পেয়েছিলেন। তা ছাড়া প্রায় নিখুঁত ক্রিকেটই খেলেছেন তিনি। বিরতির ঠিক আগে তিনি অপরাজিত আছেন ৪৪ রানে। ওপাশে মুমিনুলও রেকর্ড ১৪তম টেস্ট সেঞ্চুরি থেকে ২১ রান দূরে দাঁড়িয়ে আছেন। বিরতি থেকে ফিরেই নিশ্চয়ই দুই মাইলফলক ছুঁয়ে ফেলতে চাইবেন দুজনে!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম