শততম টেস্ট সেঞ্চুরির পর ফিফটিও করলেন মুশফিক
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মুশফিকুর রহিমের টেস্ট। আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণার সময় থেকেই এই ট্যাগ লেগে গিয়েছিল এই মিরপুর টেস্টের নামের পাশে। কারণ এই ম্যাচ দিয়েই যে মুশফিকের টেস্ট ম্যাচ সংখ্যা ছুঁয়ে ফেলত তিন অঙ্ক।
তবে ম্যাচটা আক্ষরিক অর্থেই নিজের করে নেওয়ার পথে আছেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। এবার আরও এক ফিফটি ছুঁয়ে ফেলেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।
আজ দিনের শুরুতে নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর উইকেটে আসেন মুশফিক। ব্যক্তিগত ১৭ রানে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। তবে অভিষিক্ত কারমাইকেল সেটা লুফে নিতে পারেননি।
এরপর থেকে বেশ নিখুঁত ক্রিকেট খেলেছেন মুশফিক। ফিফটি থেকে ৬ রান দূরে থেকে গেছেন মধ্যাহ্ন বিরতিতে। এরপর ফিফটি ছুঁতেও বেশি সময় নেননি।
প্রথম টেস্টটা অবশ্য ভালো কাটেনি তার। ২৩ রানে আউট হয়েছিলেন। তবে মুশফিক মাইলফলক ছোঁয়ার ম্যাচটা ঠিকই নিজের করে নিলেন সেঞ্চুরি আর ফিফটি করে।
