|
ফলো করুন |
|
|---|---|
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অনন্য নজির গড়লেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবেচেয়ে বেশি ৫০+ রানের ইনিংস খেলেছেন।
এই তালিকায় বাবর আজম ছাড়িয়ে গেছেন ভারতীয় সাবেক দুই অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। বিরাট কোহলি ১১২ ইনিংসে ব্যাট করে ৩৯টি পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস খেলেন।
ভারতের সাবেক আরেক অধিনায়ক হিটম্যান খ্যাত রোহিত শর্মা টি-টোয়েন্টিতে ১৫১ ম্যাচে অংশ নিয়ে ৩৭টি পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস খেলেন।
এই তালিকায় চতুর্থ পজিশনে আছেন পাকিস্তানের সাবেক আরেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তিনি ৯৩ ম্যাচে অংশ নিয়ে ৩১টি পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস খেলেন।
গতকাল রোববার (২৩ নভেম্বর) পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ৫২ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলেন বাবর আজম। এই ইনিংস খেলার পথেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ছাড়িয়ে যান বাবর।
বাংলাদেশ দলের সাবেক তারকা ওপেনার তামিম টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে মিলে ৩৯১ ম্যাচ খেলে ২৫টি সেঞ্চুরি আর ৯৪টি ফিফটির সাহায্যে ১৫ হাজার ২৪৯ রান করেন।
বাবর আজম ইতোমধ্যে ৩৩৪ ম্যাচে অংশ নিয়ে ৩২টি সেঞ্চুরি আর ১০৫টি ফিফটির সাহায্যে ১৫ হাজার ২৫৯ রান করেছেন।
