Logo
Logo
×

খেলা

আজ জিতলেই শনিবার ফাইনালে খেলবে জিম্বাবুয়ে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

আজ জিতলেই শনিবার ফাইনালে খেলবে জিম্বাবুয়ে

আজ জিতলেই শনিবার পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার সুযোগ পাবে জিম্বাবুয়ে। এমন সহজ সমীকরণের ম্যাচে আজ জিম্বাবুয়ের প্রতিপক্ষ ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দল শ্রীলংকা। এই দ্বীপরাষ্ট্রের দলকে আজ হারাতে পারলেই কাঙ্খিত ফাইনালে চলে যাবে সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপের আগে যথাযথ প্রস্তুতি জোরদারে শ্রীলংকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল।

সিরিজের শুরু থেকেই দারুণ পারফরম্যান্স করে যাচ্ছে স্বাগতিক পাকিস্তান। ইতোমধ্যে তিন ম্যাচে টানা জয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। শ্রীলংকা নিজেদের দুই ম্যাচে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে হেরে তৃতীয় পজিশনে আছে।

জিম্বাবুয়ে তিন ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়ে শ্রীলংকার চেয়ে ভালো পজিশনে আছে। তাদের জন্য আজকের ম্যাচটি ডু অর ডাই। আজকের ম্যাচে জিতলেই সরাসরি ফাইনালে চলে যাবে জিম্বাবুয়ে। তবে শ্রীলংকাকে ফাইনালে যেতে হলে আজ জিম্বাবুয়ে এবং ২৭ নভেম্ববর পাকিস্তানকে হারাতে হবে। তাহলেই ফাইনালে খেলতে পারবে লংকানরা।

আজ সন্ধ্যা সাতটায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা-জিম্বাবুয়ে। এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম