Logo
Logo
×

খেলা

নিশাঙ্কার রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার দাপুটে জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

নিশাঙ্কার রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার দাপুটে জয়

পাথুম নিশাঙ্কার রেকর্ড গড়া ম্যাচে দাপুটে জয় পেল শ্রীলংকা ক্রিকেট দল। জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের খেলার স্বপ্ন দেখছে লংকানরা।

দলের জয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৫৮ বলে ১১টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৯৮ রানের ঝড়ো ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। তিনি আজ ৯৮ রানের ইনিংস খেলার পথে শ্রীলংকার হয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ রানের মালিক হন। 

এতদিন ৮৯ ইনিংসে ২৩০৫ রান করে শীর্ষে ছিলেন লংকান তারকা ব্যাটসম্যান কুশাল পেরেরা। তার চেয়ে ১৩ ম্যাচ কম খেলে ২৩২৬ রান করে শীর্ষে আছেন পাথুম নিশাঙ্কা।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড ৪৩৯২ রান করে শীর্ষে আছেন পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম।

মঙ্গলবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৪৬ রান করে জিম্বাবুয়ে। টার্গেট তাড়া করতে নেমে ২২ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় শ্রীলংকা। দলের জয়ে ৯৮ রান করে অপরাজিত থাকেন নিশাঙ্কা। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম