৩ গোল বাতিলের পরও বার্সাকে ৩ গোলে হারাল চেলসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
চেলসির কাছে এবার পাত্তাই পেল না বার্সেলোনা। শুরু থেকে বিবর্ণ বার্সেলোনার জালে চেলসি একের পর এক বল জড়িয়েই যাচ্ছিল। তবে ৩ গোল বাতিল হয়েছে তাদের। এরপরও বিশ্ব চ্যাম্পিয়নরা ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে।
চ্যাম্পিয়নস লিগের এই লড়াইয়ের আগে আলোচনায় ছিলেন দুই দলের দুই কিশোর প্রতিভা। চেলসির ১৮ বছরের এস্তেভাওয়ের সামনে ছিলেন বার্সার লামিন ইয়ামাল। তবে মঙ্গলবার স্টামফোর্ড ব্রিজে চেলসি যেমন বার্সাকে পাত্তা দেয়নি, এস্তেভাওয়ের কাছে পাত্তা পাননি ইয়ামালও। এস্তেভাও একক নৈপুণ্যে ১০ জনের বার্সেলোনার বিপক্ষে করেছেন অনন্যসুন্দর এক গোল।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর এস্তেভাও ডান দিক থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোয়ান গার্সিয়াকে পরাস্ত করে জালে বল পাঠান। এটি ছিল চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ১০ম গোল। তার এই গোলের পরই বার্সার কাজ আরও কঠিন হয়ে পড়ে। তারা তার আগে ১-০ গোলে পিছিয়ে ছিল এবং ১০ জনের দল নিয়ে খেলছিল খেলছিল।
এরপর ৭৩তম মিনিটে বদলি ফরোয়ার্ড লিয়াম ডেলাপ কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান। প্রথমে অফসাইড ধরা হলেও ভিএআর সিদ্ধান্ত পাল্টে গোলটি বৈধ হয়।
দুইবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন চেলসি শুরু থেকেই বার্সার চেয়ে এগিয়ে ছিল। চতুর্থ মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করলেও ওয়েসলি ফোফানার হ্যান্ডবলের জন্য তা বাতিল হয়। দুই মিনিট পর ফেরান টরেস বার্সাকে এগিয়ে নেওয়ার সুযোগ পেলেও তিনি পোস্টের বাইরে মারেন।
মাঝে গতি একটু পড়ে গেলেও পরে চেলসি আবার গতি বাড়ায়। ম্যাচের ২১ মিনিটে পেদ্রো নেতো বল জালে জড়ান, তবে এবার তা অফসাইডের জন্য বাতিল হয়।
শুরু থেকেই বার্সাকে চাপে রেখেছিল চেলসি। ২৭তম মিনিটে তা আলোর মুখ দেখে। শর্ট কর্নার থেকে দারুণ বিল্ড আপে চেলসি বল নিয়ে আসে বার্সার বিপদসীমায়। বার্সার রক্ষণ ভুল করে বসে। জুলেস কুন্দে ভুল করে নিজের জালেই বল পাঠান।
বার্সা এমনিতেই বিপাকে ছিল। তাদের বিপদটা বাড়ে বিরতির একটু আগে। বার্সেলোনা অধিনায়ক রোনাল্ড আরাউহো মার্ক কুকুরেয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচে ফেরার আশাও শেষ হয়ে যায় বার্সার।
এরপর দ্বিতীয়ার্ধেও চেলসি একই চাপ বজায় রাখে। এস্তেভাও এবং ডেলাপ গোল করে ব্যবধান আরও বাড়ান।
দুই বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরেই চেলসি পাঁচ ম্যাচে তিনটি জিতেছে। এতে তারা শীর্ষ আটে থেকে শেষ ষোলোর লড়াইয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়েছে। এদিকে এই হারের পরে বার্সার শীর্ষ আটে থাকার সম্ভাবনা ফিকে গেল অনেকটাই। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দলটা আছে তালিকার ১৫ নম্বরে। চলতি রাউন্ড শেষে আরও নিচেও নেমে যেতে পারে। শীর্ষ আটে থাকতে হলে এখন নিজেদের শেষ তিন ম্যাচে তো জিততে হবেই, সঙ্গে অন্যদের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে এখন।
