Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন রাজা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:১১ পিএম

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন রাজা

পাকিস্তানে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সিকান্দার রাজা। সেই পারফরম্যান্সের সুবাদে টি-টোয়েন্টিতে প্রথমবার বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব পেলেন জিম্বাবুয়ের এই অধিনায়ক। 

আর ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে সিংহাসনে ফিরেছেন ভারতের হিটম্যান খ্যাত রোহিত শার্মা।

বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন রাজা। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় রোহিতেরও উন্নতি এক ধাপ।

ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। তবে র‍্যাংকিংয়ের হালনাগাদে বিবেচনায় এসেছে তাদের সবশেষ তিনটি ম্যাচ।

গত বৃহস্পতিবার শ্রীলংকাকে ৬৭ রান হারানোর পথে বড় অবদান রাখেন রাজা। ৪৭ রানের ইনিংস খেলার পর অফ স্পিনে ২৩ রান দিয়ে নেন এক উইকেট। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ২ শিকার ধরেন ৩৯ রান খরচায়। পরে রান তাড়ায় করেন ২৩ রান।

শ্রীলংকার বিপক্ষে সবশেষ ম্যাচে মঙ্গলবার ৩৭ রান করেন রাজা। পরে ৪ ওভার করে দেন স্রেফ ১৭ রান, ছিলেন উইকেটশূন্য।

২০২২ সাল থেকে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে সেরা দশে আছেন রাজা। ধারাবাহিক পারফরম্যান্সে ১৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার শীর্ষে ওঠার স্বাদ পেলেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার। তার উন্নতিতে এক ধাপ নিচে নেমে এখন দুইয়ে পাকিস্তানের সাইম আইয়ুব।

গত সেপ্টেম্বরে ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে চূড়ায় উঠেছিলেন রাজা। এখন আছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের অভিষেক শার্মা। ৮ ধাপ এগিয়ে চতুর্থ স্থানে সাহিবজাদা ফারহান। ৫ ধাপ উন্নতি করে এখন ২৯তম স্থানে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

এই সংস্করণের বোলারদের তালিকায় যথারীতি চূড়ায় ভারতের ভারুন চক্রবর্তী।

গত অক্টোবরে প্রথমবার ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীর্ষে ওঠেন রোহিত। গত সপ্তাহে তাকে সরিয়ে জায়গাটি নিজের করে নেন ড্যারেল মিচেল।

ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে আগের মতোই সবার ওপরে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম