Logo
Logo
×

খেলা

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে যে রেকর্ড গড়ল পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:৪৫ এএম

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে যে রেকর্ড গড়ল পাকিস্তান

ফাইল ছবি

পাকিস্তান ২০২৫ সাল শেষ করল বড় জয়ে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে তারা টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে নেয়।

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ১৯.১ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায়। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ দুর্দান্ত বোলিং করেন। তারা তিনটি করে উইকেট নেন। 

শ্রীলঙ্কার হয়ে কামিল মিশারা সবচেয়ে বেশি রান করেন। তিনি ৪৭ বলে ৫৯ রান করেন। তার ইনিংসে ছিল দুইটি চার ও চারটি ছয়।

জবাবে পাকিস্তান ১৮.৪ ওভারে চার উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। সাবেক অধিনায়ক বাবর আজম দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। তিনি ৩৪ বলে ৩৭ রান করেন। তার ব্যাটে ছিল দুইটি চার ও একটি ছয়। 

ওপেনার সাইম আয়ুব ৩৩ বলে ৩৬ রান করেন। সাহিবজাদা ফারহান ২২ বলে ২৩ রান করেন। দুই ওপেনারই দলকে ভালো শুরু এনে দেন।

এই জয়ে পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে তাদের সর্বাধিক জয়ের রেকর্ড গড়ল। ২০২৫ সালে দলটি ৩৪টি ম্যাচ খেলে ২১টি ম্যাচ জেতে এবং ১৩টি হারে।

এর আগে দলটা রেকর্ড গড়েছিল ২০২১ সালে। সে বছর তারা ২৬ ম্যাচে ২০টি জয় পায়। তার আগে ২০১৮ সালে ১৯ ম্যাচে ১৭টি জয় পান বাবররা। ২০২২ সালে ২৬ ম্যাচে পাকিস্তান জিতেছিল ১৪টি ম্যাচ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম