Logo
Logo
×

খেলা

মেসির হাতের সবশেষ এই ট্রফি কি ‘আসল’ ট্রফি?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:৪২ পিএম

মেসির হাতের সবশেষ এই ট্রফি কি ‘আসল’ ট্রফি?

সংগৃহীত

নিউ ইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবার মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনাল জিতেছে ইন্টার মিয়ামি। এর পর মেসিদের হাতে শোভা পাচ্ছে একটি ট্রফিও।

তবে মেজর লিগ সকারের নিয়মানুসারে এই টুর্নামেন্ট এখনও শেষ হয়নি। ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালে জেতা ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপসের বিপক্ষে এমএলএস কাপের ফাইনালের আগে এটির মর্যাদা স্রেফ সেমিফাইনালের। মেসি নিজেও জানিয়েছেন, আগামী ৬ ডিসেম্বরের সে ফাইনালটা জিতে তবেই উদযাপনে নামতে চান তিনি। 

আজকের ম্যাচের ১৪তম মিনিটে তাদেও আইয়েন্দে প্রথম গোল করেন। ২৩তম মিনিটে তিনি জর্দি আলবার সহায়তায় আবার গোল করেন। ৩৭তম মিনিটে জাস্টিন হাক ম্যাক্সি মোরালেজের পাস থেকে একটি গোল করে ব্যবধান কমান।

তবে সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ৬৭তম মিনিটে লিওনেল মেসির পাস থেকে মাতেও সিলভেত্তি গোল করে ব্যবধান বাড়ান। ৮৩তম মিনিটে আলবার আরেকটি দারুণ অ্যাসিস্ট থেকে তেলাসকো সেগোভিয়া গোল করেন। শেষ বাঁশির আগে, ৮৯তম মিনিটে আইয়েন্দে তার হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। বড় জয় দিয়ে কনফারেন্স শিরোপা নিশ্চিত করে ইন্টার মিয়ামি।

তবে ফিফার নিয়ম অনুযায়ী, মেসির ক্যারিয়ারে এটি নতুন শিরোপা হিসেবে যোগ হচ্ছে না। কারণ এমএলএস ইস্টার্ন কনফারেন্সের এই শিরোপা ফিফা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না। ফিফা কেবল প্লে-অফের ইস্টার্ন চ্যাম্পিয়নকে স্বীকৃতি দেয়। পুরো লিগের একমাত্র আনুষ্ঠানিক শিরোপা হলো এমএলএস কাপ।

লিগের হিসাব অনুযায়ী, কনফারেন্স শিরোপা একটি সাফল্য হলেও মেজর ট্রফি হিসেবে গণ্য করা হয় না। তাই ৬ ডিসেম্বর এমএলএস কাপ জিতলে তবেই মেসির ক্যারিয়ারের আনুষ্ঠানিক শিরোপা সংখ্যা বেড়ে ৪৭ হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম