Logo
Logo
×

খেলা

লিটনের ক্ষোভের পর অবশেষে দলে ফিরলেন শামীম

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:২৭ পিএম

লিটনের ক্ষোভের পর অবশেষে দলে ফিরলেন শামীম

ফাইল ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা শুরু হয়েছিল বেশ উত্তাপ ছড়িয়ে। অলরাউন্ডার শামীম পাটোয়ারী দল থেকে বাদ পড়েছিলেন। এরপর লিটন দাস বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। জবাবে আবার প্রধান নির্বাচকও বলেছিলেন, অধিনায়কের চাওয়া পূরণ করার দায়িত্ব তার নয়।

এমন সব ঘটনা আলোচনার জন্ম দিয়েছিল রীতিমতো। তবে এতো আলোচনার পর এবার তৃতীয় টি-টোয়েন্টির দলে জায়গা করে নিয়েছেন শামীম। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ঘোষণা দেয়।

তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ চার উইকেটে জিতে সমতায় ফেরায়। 

এর আগে প্রথম দুই ম্যাচে শামীমকে দলে না রাখায় অসন্তোষ প্রকাশ করেছিলেন অধিনায়ক লিটন দাস। তিনি বলেন যে তিনি নির্বাচকদের শামীমকে দলে রাখার অনুরোধ করেছিলেন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তখন বলেন যে এটি নির্বাচক প্যানেলের সিদ্ধান্ত।

সেই তারাই এখন শামীমকে ফিরিয়ে এনেছেন দলে। তবে তাতে অবশ্য কাউকে বাদ পড়তে হয়নি। আগে স্কোয়াড ছিল ১৫ জনের, এখন তার কলেবর বেড়ে ১৬ সদস্যে দাঁড়িয়েছে।

বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, শামীম হোসেন পাটোয়ারী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম