Logo
Logo
×

খেলা

নিলামের আগেই দল নিশ্চিত ২৩ ক্রিকেটারের

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম

নিলামের আগেই দল নিশ্চিত ২৩ ক্রিকেটারের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের যাত্রা শুরু হয় ২০১২ সালে। প্রথম দুই আসরে ছিল ক্রিকেটারদের নিলাম। এরপর দীর্ঘ এক যুগ প্লেয়ার্স ড্রাফটে দল সাজায় ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার দ্বাদশ আসরে আবার নিলাম ফিরছে। 

দেশি ও বিদেশি মিলিয়ে ৪১৫ ক্রিকেটার নিলামে উঠবেন। তবে তার আগেই সরাসরি চুক্তিতে ২৩ জনকে দলে নিয়েছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।

নিয়ম অনুযায়ী প্রতিটি দল দুজন দেশি ক্রিকেটারকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে এবং একজন বা দুজন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারে। এই নিয়মে ২৩ জনকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। শুধু চট্টগ্রাম রয়্যালস এখন পর্যন্ত একজন বিদেশি ক্রিকেটার নিয়েছে।

ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দেশি ক্রিকেটার হিসেবে নিয়েছে। বিদেশি হিসেবে নিয়েছে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস এবং পাকিস্তানের উসমান খান। হেলস পুরো আসরে না-ও খেলতে পারেন।

রংপুর রাইডার্স নুরুল হাসান সোহানকে ধরে রেখেছে। তারা নিয়েছে মুস্তাফিজুর রহমানকে। বিদেশি ক্রিকেটার হিসেবে যুক্ত হয়েছে পাকিস্তানের খাজা নাফে ও সুফিয়ান মুকিম।

নোয়াখালী এক্সপ্রেস নতুন ফ্র্যাঞ্চাইজি। তারা নিয়েছে সৌম্য সরকার ও হাসান মাহমুদকে। বিদেশিদের তালিকায় আছেন কুশল মেন্ডিস ও জনসন চার্লস।

সিলেট টাইটানস দেশি হিসেবে নিয়েছে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে। পাকিস্তানের মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবকে তারা দলে ভিড়িয়েছে।

চট্টগ্রাম রয়্যালস দেশি হিসেবে নিয়েছে শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলামকে। বিদেশি হিসেবে নিয়েছে পাকিস্তানের আবরার আহমেদকে।

রাজশাহী ওয়ারিয়র্স নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমকে দলে নিয়েছে। বিদেশি ক্রিকেটার হিসেবে যুক্ত করেছে পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজকে।

দ্বাদশ বিপিএলের নিলাম আজ বিকেলে অনুষ্ঠিত হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম