Logo
Logo
×

খেলা

আফ্রিদিকে ছাড়িয়ে রোহিতের রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

আফ্রিদিকে ছাড়িয়ে রোহিতের রেকর্ড

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক এখন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

পাকিস্তানের শহীদ আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড ভেঙে আজ নতুন রেকর্ড গড়েছেন রোহিত।

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলার পথে ৩টি ছক্কা মেরেছেন রোহিত। তাতে রোহিতের ওয়ানডে ছক্কা হয়েছে ৩৫২টি। আফ্রিদির চেয়ে ১০০ ইনিংস কম খেলে আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন রোহিত।

যদিও আফ্রিদির চেয়ে অনেক বেশি বল খেলেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। ওয়ানডে রোহিত বল খেলেছেন ১২ হাজার ৩২১টি, সেখানে আফ্রিদি খেলেছেন ৬ হাজার ৮৯২ বল।

২০১০ সালে সনাৎ জয়াসুরিয়া ছক্কার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিলেন আফ্রিদি। ১৫ বছর পর সেই রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন রোহিত শর্মা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম