Logo
Logo
×

খেলা

রোহিতের অন্যরকম ‘হ্যাটট্রিক’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

রোহিতের অন্যরকম ‘হ্যাটট্রিক’

ওয়ানডে ক্রিকেটে পরপর তির ম্যাচে ফিফটির হ্যাটট্রিক গড়েছেন রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে ‘‘হিটম্যান খ্যাত’’ ভারতীয় এই তারকা আজ রাঁচীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ফিফটি হাঁকান।

এদিন ৫১ বলে ৫টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ৫৭ রান করে ফেরেন রোহিত শর্ম। এর আগে সবশেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে ও  সিডনিতে ৭৩ ও ১২১* রানের ইনিংস খেলেন রোহিত। 

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচীতে নিজেদের ঘরের মাঠে অর্ধশত রান করে সাজঘরে ফেরেন রোহিত। ভারতীয় সাবেক এই অধিনায়ক ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ৩টি ডাবল সেঞ্চুরি হাঁকান। ওয়ানডে ক্রিকেটে রোহিত রেকর্ড ২৬৪ রানের ইনিংস খেলেন। যা ভাঙ্গা সহজ হবে না।

রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে ২৭৭ ম্যাচে  অংশ নিয়ে ৩৩টি সেঞ্চুরির সাহায্যে ১১ হাজার ৪২৭ রান করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম