|
ফলো করুন |
|
|---|---|
ওয়ানডে ক্রিকেটে ২৮০ দিন পর সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি। তার সেঞ্চুরির ম্যাচে রাঁচিতে রানের রেকর্ড গড়েছে ভারত।
রোববার রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামের ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড সর্বোচ্চ ৩৪৯/৮ রান করেছে ভারত।
এর আগে এই মাঠে ২০১৯ সালের মার্চে অস্ট্রেলিয়া ৫ উইকেটে সর্বোচ্চ ৩১৩ রান করেছিল। ৬ বছর পর আজ সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে ভারত।
তবে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ৪৯৮/৪ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। ভারত ২০১১ সালে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ৫ উইকেটে রেকর্ড ৪১৮ রান করেছিল।
এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই আউট হন ইয়েসবি জয়োসওয়াল।
এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট ১০৯ বলে ১৩৬ রানের জুটি গড়েন রোহিত শর্মা। দলীয় ১৬১ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। তিনি ৫১ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫৭ রান করে ফেরেন।
এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন ঋতুরাজ গায়কোয়ার আর ওয়াশিংটন সুন্দর।
পঞ্চম উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ৭৪ বলে ৭৬ রানের জুটি গড়েন বিরাট কোহলি। এই জুটিতেই ক্যারিয়ারের ৩০৬তম ওয়ানডেতে ৫৩তম সেঞ্চুরি এবং আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলে ৮৩তম সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি।
দলীয় ২৭৬ রানে আউট হন কোহলি। তার আগে ১২০ বলে ১১টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১৩৫ রান করেন কোহলি।
ষষ্ঠ উইকেটে মাত্র ৩৬ বলে ৬৫ রানের জুটি গড়েন রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। ৫৬ বলে দুই চার আর তিন ছক্কায় ৬০ রান করে ফেরেন রাহুল। ২০ বলে দুই চার আর এক ছক্কায় ৩২ রান করেন জাদেজা।
