Logo
Logo
×

খেলা

‘কাবিলা’ কি নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পিএম

‘কাবিলা’ কি নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন?

ফাইল ছবি

বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো নোয়াখালী দল পেল। নোয়াখালী এক্সপ্রেস নামের এই দল নিলামের আগে পরে মিলিয়ে বেশ ভালো দল সাজিয়েছে।

তবে এবার দলটি নিয়ে ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন। ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় অভিনেতা, কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন, এমনই শোনা যাচ্ছিল।

বিষয়টি এখনও আনুষ্ঠানিক নয়। তবে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। ব্যাটে বলে মিলে গেলেই নোয়াখালীর হয়ে দূতিয়ালী করতে দেখা যাবে পলাশকে।

সোমবার (১ ডিসেম্বর) তিনি নিজেই একটি সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে নোয়াখালী দলের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষ হলে বলতে পারব।’

ইতোমধ্যে সদ্য শেষ হওয়া নিলামে নিজেদের দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে তরুণ নির্ভর একটি দল তৈরি করেছেন কোচ খালেদ মাহমুদ সুজন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম