|
ফলো করুন |
|
|---|---|
ক্রাইস্টচার্চ টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ উকেটে ২৩১ রান। দলের হয়ে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ফিফটি পেয়েছেন উইলিয়ামসন। ১০২ বলে করেছেন ৫২ রান।
প্রথম দিনের খেলা শেষে পেসা বোলারদের সৌজন্যে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ মাস পর টেস্টে ফিরে ম্যাচের তৃতীয় বলেই উইকেট পান কিমার রোচ।
মঙ্গলবার হ্যাগলি ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ডেভন কনওয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড।
চতুর্থ ওভারে বৃষ্টিতে বন্ধ হয় খেলা। খেলা শুরুর কেন উইলিয়ামসন অস্বস্তিতে থাকা টম ল্যাথামকে সঙ্গে নিয়ে গড়েন ৯৩ রানের জুটি। উইলিয়ামসন ৩৩ রানে বোল্ড হয়েও ‘নো বলের কল্যাণে বেঁচে যান।
উইলিয়ামসন-ল্যাথামেরর জুটি ভাঙেন জাস্টিন গ্রেভস। ১০২ বলে ৬ বাউন্ডারিতে ৫২ রান করে ফেরেন উইলিয়ামসন। মাত্র ১ রানের ব্যবধানে ফেরেন ল্যাথাম। তিনি ৮৫ বলে দুই বাউন্ডারিতে ২৪ রান করে ফেরেন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় কিউইরা। রাচিন রাভিন্দ্রাকে বোল্ড করে দেন জেডেন সিলস, উইল ইয়াংকে ফেরান জোহান লেইন। টম ব্লান্ডেল চেষ্টা করছিলেন ইনিংস থিতু করার। তাকে ২৯ রানে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পান শিল্ডস।
৫৪ রানের মধ্যে নিউজিল্যান্ড হারায় ৫ উইকেট। সেখান থেকে ৫২ রানের জুটি গড়েন দুই অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ও ন্যাথান স্মিথ। এই জুটি থামে স্পিনে। ২৩ রান করা স্মিথকে ফেরান চেইস।
দিনের শেষ দুই ওভার ছিল নাটকীয়। শেষের আগের ওভারে শিল্ডসকে বাউন্ডারির পর শর্ট বলে আউট হয়ে যান ব্রেসওয়েল (৭৩ বলে ৪৭)। নতুন ব্যাটসম্যান ম্যাট হেনরি প্রথম বলে মারেন চার।
শেষ ওভারে রোচের ‘নো’ বলে চার মারেন হেনরি। কিন্তু এক বল পর বিদায় নেন তিনিও। নতুন ব্যাটসম্যান জ্যাকব ডাফি ক্রিজে গিয়েও প্রথম বলে মারেন চান। পরের বলটি ছোবল দেয় তার হেলমেটে। কনকাশন পরীক্ষার পর আর খেলা শুরু হতে পারেনি আলোকস্বল্পতায়।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৭০ ওভারে ২৩১/৯ (উইলিয়ামসন ৫২, ব্রেসওয়েল ৪৭, ব্লান্ডেল ২৯, ল্যাথাম ২৪, স্মিথ ২৩; রোচ ১৭-৬-৪৭-২, শিল্ডস ৯-২-৩৪-২, গ্রেভস ১০-৩-৩৫-২, চেইস ৮-২-১৩-১)।
