Logo
Logo
×

খেলা

ফিফা বর্ষসেরা হওয়ার ২৪ ঘণ্টা পর পেনাল্টি মিস করলেন দেম্বেলে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম

ফিফা বর্ষসেরা হওয়ার ২৪ ঘণ্টা পর পেনাল্টি মিস করলেন দেম্বেলে

সংগৃহীত

উসমান দেম্বেলে তার জীবনের সেরা বছরটাই কাটালেন ২০২৫ সালে। ব্যালন ডি’অরের পর জিতলেন ফিফা বর্ষসেরার পুরস্কারও। তবে তার ঠিক ২৪ ঘণ্টা না পেরোতেই হরিষে বিষাদ নেমে এল তার। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে পেনাল্টি মিস করে বসেন তিনি। 

ইন্টারকন্টিনেন্টাল কাপে পিএসজি ও ফ্লামেঙ্গো গত রাতে মুখোমুখি হয়েছিল। ম্যাচ নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে শেষ হয়। ৩৮ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন খভিচা কাভারাৎশখেলিয়া। দেজিরে দুয়ের নিচু ক্রসটা ফ্ল্যামেঙ্গো গোলরক্ষক ঠেকালেও পুরোপুরি আটকাতে পারেননি। সে বলটা গিয়ে পড়ে জর্জিয়ান ফরোয়ার্ডের পায়ে, তিনি সহজেই ফাঁকা জালে বল জড়ান। 

৫৯ মিনিটে পিএসজির ভুলে পেনাল্টি পায় ফ্ল্যামেঙ্গো। ভিতিনিয়ার ভুল পাসে বল পেয়ে গিয়েছিল ব্রাজিলের এই দল। এরপর শেষমেশ মার্কিনিয়োস বক্সে ফাউল করে আটকান ফ্ল্যামেঙ্গো ফরোয়ার্ডকে। পেনাল্টি থেকে গোল করেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও।

পুরো ম্যাচে দেম্বেলে নিজের ছায়া হয়ে ছিলেন। পেনাল্টি শ্যুটআউটেও তিনি ভুল করে বসেন। ফ্ল্যামেঙ্গোর প্রথম পেনাল্টিটা ঠেকিয়ে দেন পিএসজির রাশান গোলরক্ষক মাতভেই সাফোনোভ। দেম্বেলের সুযোগ ছিল পিএসজিকে এগিয়ে দেওয়ার। তবে ফরাসি উইঙ্গার শেষমেশ বলটা তুলে দেন আকাশে। বল ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়। তার এই মিস পিএসজির জন্য বড় বিপদ ডেকে আনতে পারত।

তবে এরপরও পিএসজি শেষ হাসি হেসেছে সাফোনোভের কল্যাণে। একে একে ৪টি পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। পিএসজি জেতে তাদের প্রথম বৈশ্বিক শিরোপা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম