Logo
Logo
×

খেলা

টাইব্রেকারে ৪ গোল ঠেকিয়ে হাত ভাঙল পিএসজি গোলরক্ষকের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ এএম

টাইব্রেকারে ৪ গোল ঠেকিয়ে হাত ভাঙল পিএসজি গোলরক্ষকের

ম্যাচের নায়ক ছিলেন গোলরক্ষক মাতভেই সাফোনভ/ফাইল ছবি

ইন্টারকন্টিনেন্টাল কাপে নাটকীয় ফাইনালে ফ্লামেঙ্গোকে হারিয়ে শিরোপা জিতেছে পিএসজি। ম্যাচের নায়ক ছিলেন গোলরক্ষক মাতভেই সাফোনভ। সেই ম্যাচে পেনাল্টি শ্যুটআউটে ৪টি শট ঠেকিয়ে দিয়েছেন তিনি। তাতে তার হাত ভেঙে গেছে বলে জানিয়েছে পিএসজি।

এই টুর্নামেন্টে লুইস এনরিকের রোটেশনের অংশ ছিলেন সাফোনভ। সাধারণত তিনি অভিজ্ঞ লুকাস শেভালিয়েরের বিকল্প। তবে ফাইনালে তার পারফরম্যান্স সবাইকে তাক লাগিয়ে দেয়। ম্যাচ চলাকালীনই তার বাঁ হাতে চোট লাগে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পেনাল্টি শুটআউটের সময়ই সাফোনভের বাঁ হাতে ফ্র্যাকচার হতে পারে। তবে তখন তিনি বিষয়টি বুঝতে পারেননি। তখন অ্যাড্রেনালিন কাজ করছিল। পরে পরীক্ষায় চোটের বিষয়টি ধরা পড়ে।

পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, তিন থেকে চার সপ্তাহ পর সাফোনভের মেডিকেল পরীক্ষা করা হবে। তখন তার অবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

চোটের কারণে কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না। শনিবার ফরাসি কাপের ম্যাচে পিএসজি খেলবে ভঁদে ফঁতেনের বিপক্ষে। দলটি ফ্রান্সের পঞ্চম বিভাগের ক্লাব। এই ম্যাচে সাফোনভ থাকছেন না।

এরপর ৪ জানুয়ারি লিগ ওয়ানে পিএসজির ম্যাচ প্যারিস এফসির বিপক্ষে। ৮ জানুয়ারি ফরাসি সুপার কাপের ফাইনালে মার্সেইয়ের মুখোমুখি হবে তারা। এই ম্যাচগুলোতেও সাফোনভের খেলা নিয়ে শঙ্কা আছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম