Logo
Logo
×

খেলা

পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের এত লাভ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৬:৪৭ এএম

পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের এত লাভ

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক নম্বর দল পাকিস্তান। সেখানে বাংলাদেশের অবস্থান নবম। ক্রিকেটীয় ইতিহাস-ঐতিহ্য, রেকর্ড-পরিসংখ্যানে টাইগারদের চেয়ে যোজন যোজন এগিয়ে পাক ব্রিগেড। অধিকন্তু তাদের মাটিতে হচ্ছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।

তো বাবর আজমদের হারাতে পারবে বাংলাদেশ? এটিই এখন কোটি টাকার প্রশ্ন। স্পষ্টতই কাজটা কঠিন। তবে সেটি সফলভাবে করতে পারলে র‌্যাংকিংয়ে বড় পুরস্কার পাবেন মাহমুদউল্লাহরা।

এবার চলুন দেখে নিই এ সিরিজে জয়-পরাজয়ে পাকিস্তান-বাংলাদেশের র‌্যাংকিংয়ে কী প্রভাব পড়তে পারে।

# পাকিস্তান ৩-০ ব্যবধানে জিতলে দুদলের অবস্থান আগের মতোই থাকবে। বাংলাদেশকে ধবলধোলাই করতে পারলে মাত্র ১ রেটিং পয়েন্ট পাবে তারা। এ ক্ষেত্রে টাইগাররা খোয়াবে ২ রেটিং পয়েন্ট।  সেই হিসাবে ২৭১ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে থাকবে পাকিস্তান। আর বাংলাদেশ ২২৫ রেটিং নিয়ে অবস্থান করবে যথারীতি নয়ে।

# বাংলাদেশের কাছে একটি ম্যাচও হারলে অনেক ‘ক্ষতি’ হবে পাকিস্তানের। ২-১ ব্যবধানে সিরিজ জিতলে দ্বিতীয় স্থানে নেমে যাবে তারা। অন্যদিকে সিরিজ হারলেও ২ রেটিং পয়েন্ট পাবে বাংলাদেশ। যদিও র‌্যাংকিংয়ে মাহমুদউল্লাহদের হেরফের ঘটবে না। এ ক্ষেত্রে ২৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকবে পাকিস্তান। আর ২২৯ রেটিং নিয়ে নবম স্থানেই থাকবে।

# সিরিজটি ২-১ ব্যবধানে জিততে পারলে ব্যাপক লাভবান হবে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে থাকা শ্রীলংকার (২৩৬) সঙ্গে রেটিং পয়েন্ট ব্যবধান অনেক কমে আসবে টাইগারদের। যদিও র‌্যাংকিংয়ে তাদের রদবদল ঘটবে না। সে ক্ষেত্রে ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে নয়েই থাকবে বাংলাদেশ। তবে দুইয়ে চলে আসবে পাকিস্তান। তখন তাদের রেটিং পয়েন্ট দাঁড়াবে ২৬৫।

* বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে দুই হাত ভরে পুরস্কার পাবে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে শ্রীলংকা-আফগানিস্তানকে টপকে একলাফে র‌্যাংকিংয়ের সাতে উঠে যাবেন লাল-সবুজ জাসিধারীরা। অন্যদিকে এক থেকে তিনে অবনমন ঘটবে পাকিস্তানের। সেই হিসাবে ২৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকবে তারা। আর ২৩৭ রেটিং নিয়ে সপ্তম স্থানে উঠবে বাংলাদেশ।

আইসিসির হালনাগাদ টি-টোয়েন্টি র‌্যাংকিং অনুসারে তৈরি

বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম