Logo
Logo
×

খেলা

নেপালের কোচ হলেন ডেভ হোয়াটমোর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ০৬:১৩ এএম

নেপালের কোচ হলেন ডেভ হোয়াটমোর

বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোরকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল।  এখন থেকে সন্দ্বীপ লামিচানেদের কোচিং করাবেন শ্রীলংকার সাবেক বিশ্বকাপজয়ী এই কোচ।

নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে বৃহস্পতিবার জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে উমেশ পাটওয়াল নেপাল জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দেন।  দীর্ঘ ৮ মাস পর নতুন কোচ পেল নেপাল।  ডেভ হোয়াটমোরকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।  জানুয়ারি থেকে নেপাল দলের দায়িত্ব নেবেন তিনি।

এশিয়ান ক্রিকেটে উদীয়মান দেশ নেপাল।  আন্তর্জাতিক ক্রিকেটে সম্মানজনক অবস্থান করে নিতে সব ধরনের চেষ্টা করেছে যাচ্ছে দেশটি।  

২০২১ সালে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে নেপাল। তাই পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় দেশটি। এ লক্ষ্যেই হোয়াটমোরকে বেছে নিল নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন।  

১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ডেভ হোয়াটমোর। বাংলাদেশ, পাকিস্তান ও জিম্বাবুয়ের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এই এই অস্ট্রেলিয়ান।  তার অধীনে ২০০৭ সালের বিশ্বকাপে শেষ আটে খেলে বাংলাদেশ।

এছাড়া তার অধীনেই ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
 

ডেভ হোয়াটমোর নেপাল সন্দ্বীপ লামিচান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম