Logo
Logo
×

খেলা

আয়ে শীর্ষে রোনাল্ডো, মেসির অবস্থান কোথায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ এএম

আয়ে শীর্ষে রোনাল্ডো, মেসির অবস্থান কোথায়

ছবি: সংগৃহীত

রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পেছনে ছোটে, না রোনাল্ডো রেকর্ডের পেছনে ছোটেন? পর্তুগিজ মহাতারকা সেই মিডাস রাজার কথা মনে করাচ্ছেন। ফুটবল ক্যারিয়ারের শেষবেলায় পৌঁছে ছড়িয়ে দিচ্ছেন নরম আলো। সেই আলোয় নেই চোখ ঝলসানো ব্যাপার। রোনাল্ডো-আলোয় ভেসে যাচ্ছে গোটা বিশ্ব।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’র বিচারে এবারও আয়ের নিরিখে সবার উপরে রোনাল্ডো। এবার নিয়ে টানা দ্বিতীয়বার সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ তিনি। গত বছর রোনাল্ডোর আয় ছিল ২৬০ মিলিয়ন ডলার। সৌদি প্রো লিগে সিআরসেভেন নিয়মিত গোল করছেন, করাচ্ছেন। ধীরে ধীরে হাজার গোলের মাইলফলকের দিকে এগোচ্ছেন। থামার কোনো লক্ষণ নেই।

রোনাল্ডোর চেয়ে অনেক পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারি। গত বছর তিনি আয় করেছেন ১৫৩.৮ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন বক্সার টাইসন ফিউরি। তার আয় ১৪৭ মিলিয়ন ডলার। ১৩৫ মিলিয়ন ডলার আয় করে মেসি রয়েছেন চতুর্থ স্থানে। ১৩৩.২ মিলিয়ন ডলার আয় করে লেব্রন জেমস পাঁচে এবং ছয়ে নেইমার রয়েছেন। ১১৬ মিলিয়ন ডলার আয় করে বেনজেমা আট নম্বরে। নবম ও দশম স্থানে যথাক্রমে এমবাপ্পে ও রহিম স্টার্লিং।

লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্টোটিকো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম