ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝে সোনায় মোড়ানো মোবাইল উপহার পেলেন শাহিন আফ্রিদি। লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ দলের অধিনায়ককে আইফোন প্রো ১৬ উপহার দিয়েছে। পিএসএলে লাহোরের হয়েই খেলছেন বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন।
মূলত ইস্টার উদযাপনের অংশ হিসাবে দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফদের উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কালান্দার্স কর্তৃপক্ষ। প্রথম উপহার পেয়েছেন শাহীন।
কালান্দার্স কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, শাহীনের হাতে একটি বাক্স তুলে দেওয়া হয়। শাহিন বাক্সটি খুলতেই দেখা যায়, তাতে রয়েছে ২৪ ক্যারেট সোনায় মোড়ানো আইফোন প্রো ১৬। এমন উপহার পেয়ে চমকে গিয়েছেন শাহিন।
ফোনটিতে পাকিস্তানের এই তারকা পেসারের নাম এবং জার্সি নম্বর লেখা রয়েছে। ছবির সঙ্গে দলের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘আমাদের অধিনায়ক এই উপহারের যোগ্য। দলের প্রধান শক্তি শাহিনকে ২৪ ক্যারাটের সোনায় বাঁধানো আই ফোন দেওয়া হল।’
পিএসএলে ম্যাচের সেরা ক্রিকেটারদের পুরস্কার হিসাবে হেয়ার ড্রায়ার বা দাড়ি কামানোর যন্ত্র উপহার হিসাবে দেওয়া হচ্ছে। যা নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে। এমন এক আবহে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষের উপহার আলাদা করে নজর কেড়েছে।
প্রতিযোগিতায় তিনটি ম্যাচ খেলে দুটি জিতেছেন শাহিনরা। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছেন তারা।
