Logo
Logo
×

খেলা

৩ উইকেট পেলেন না রিশাদ জিতল না দলও

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০২:১৫ এএম

৩ উইকেট পেলেন না রিশাদ জিতল না দলও

ছবি: সংগৃহীত

পিএসএলে প্রথম দুই ম্যাচের দুটিতেই তিনটি করে উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। তাতে তার দল লাহোর কালান্দার্সও পেয়েছিল জয়ের দেখা। তৃতীয় ম্যাচে এসে তিন উইকেট পাননি রিশাদ। জয়ের মুখ দেখেনি তার দলও। এদিন মুলতান সুলতানসের বিপক্ষে ২ উইকেট পেলেও রিশাদকে খরচ করতে হয়েছে ৪৫ রান। তাতে ৩৩ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে তার দলকে।

অবশ্য রিশাদ ছাড়া বাকিরাও ছিলেন যথেষ্ট খরুচে। রান উৎসবের ম্যাচে বেশিরভাগ বোলারদেরই কঠিন সময় পার করতে হয়েছে। আগে ব্যাট করা মুলতান ৫ উইকেট তুলে ২২৮ রান। যার জবাবে ৯ উইকেট খরচ করে ১৯৫ রান তুলতে পেরেছে লাহোর। ফলে ৩৩ রানের জয়ে প্রথম জয় পেয়েছে মুলতান।

টানা তিন ম্যাচ হারা মুলতান এদিন শুরুতেই খেলেছে আক্রমণাত্মক ক্রিকেট। ওপেনার ইয়াসির খানের বিধ্বংসী ব্যাটিংয়ে (৬টি করে চার ও ছক্কায় ৪৪ বলে ৮৭) ২২৮ রানের পাহাড় গড়েছিল মুলতান।

এদিন সপ্তম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন রিশাদ, দেন ১০ রান। ১২তম ওভারে আবার বোলিংয়ে ফিরে দেন ১২ রান। তবে নিজের শেষ দুই ওভারে ২ উইকেট নেন রিশাদ। এই দুই ওভারে আরও ২৩ রান দিলেও আউট করেন উসমান খান আর অ্যাস্টন টার্নারকে।

কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতে দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও ফখর জামানের উইকেট হারায় লাহোর কালান্দার্স। দলীয় ৮৭ রানের মধ্যে হারায় প্রথম চার ব্যাটসম্যানকে।

এরপরেই ব্যাটিংয়ে নামেন রিশাদ। আগের দুই ম্যাচে আটে ও সাতে নামা এই অলরাউন্ডার আজ আরও এক ধাপ ওপরে উঠে এসে ব্যাট করলেও সুযোগটা কাজে লাগাতে পারেননি। ২ বলে ২ রান করে লেগ স্পিনার উসামা মিরের বলে বোল্ড হয়ে ফিরেছেন। পরে হেরেছে তার দলও। রিশাদদের পরের ম্যাচ বৃহস্পতিবার বাবর আজমের পেশোয়ার জালমির বিপক্ষে।

রিশাদ হোসেন পিএসএল পাকিস্তান লাহোর কালান্দার্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম