Logo
Logo
×

খেলা

৫১ বছরের অপেক্ষা ফুরাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৫০ পিএম

৫১ বছরের অপেক্ষা ফুরাল

ছবি: সংগৃহীত

১৯৭৪ সালে ইতালিয়ান কাপের ফাইনালে উঠে শিরোপা জয় করেছিল বোলোনিয়া। এরপর বছরের পর বছর কেটেছে–পরম আরাধ্য সে ফাইনালের দেখা তারা আর পায়নি। অবশেষে তাদের ৫১ বছরের অপেক্ষা ফুরিয়েছে। এম্পোলিকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে তারা।

ফাইনালে ওঠার অর্ধেক কাজটা অবশ্য কোপা ইতালির সেমিফাইনালের প্রথমে লেগেই করে রেখেছিল বোলোনিয়া।

প্রতিপক্ষের মাঠ ৩-০ গোলের জয়ে। গতকাল ২-১ ব্যবধানের জয়ে ফাইনালে ওঠার আনন্দটা ঘরের মাঠেই করল তারা। দ্বিতীয় লেগের জয়ের নায়ক জিওভান্নি ফাবিয়ান ও থিজস দালিঙ্গা। প্রতিপক্ষের হয়ে ব্যবধান কমান ভিক্টর কোভালেঙ্কো।

আগামী ১৪ মে কোপা ইতালির ফাইনাল হবে এস রোমার মাঠ এস্তাদিও ওলিম্পিকোতে। টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের মঞ্চে বোলোনিয়ার প্রতিপক্ষ এসি মিলান। তারা নগরপ্রতিন্দন্দ্বী ইন্টার মিলাকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল।

ইতালিয়ান কাপ বোলোনিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম