Logo
Logo
×

খেলা

১০০ রানের লিড চায় বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ এএম

১০০ রানের লিড চায় বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয়দিন শেষে ৬৪ রানে এগিয়ে বাংলাদেশ। মঙ্গলবার শেষ বিকালে মাত্র ২০ রানে চার উইকেট হারিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামে। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ২৯১/৭। ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। 

বাকি তিন উইকেটে প্রথম ইনিংসে অন্তত একশ রানের লিডের স্বপ্ন দেখছেন সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম। টেস্টে চার বছর ও ২৬ ইনিংস পর সেঞ্চুরির স্বাদ পাওয়া সাদমান দ্বিতীয়দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা মোটামুটি যদি ৩০০ রান করতে পারি, এখনো মিরাজ ও তাইজুল ভাই আছেন। তারা দুজনই ভালো ব্যাট করেন। যদি একটি ভালো জুটি হয়, তাহলে অবশ্যই আমরা আরও এগিয়ে যাব। অন্তত ১০০ রানের লিড পেলে আমাদের জন্য ভালো হবে। এরপর বোলাররা ভালো বল করলে সিরিজে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব ইনশাআল্লাহ।’

শেষ বিকালে বাংলাদেশের দ্রুত উইকেট হারানো নিয়ে আফসোস ঝরেছে বাঁ-হাতি এই ওপেনারের কণ্ঠে, ‘আমরা বেশ ভালো অবস্থানে ছিলাম। শেষদিকে চার উইকেট একটু বেশি হয়ে গেছে। উইকেট না গেলে হয়তো ১০০ রানের লিডে থাকতাম। তবে এখনো সেই সুযোগ আছে আমাদের।’

ক্যারিয়ারসেরা ১২০ রান করে সাদমান যখন ফেরেন, দলের রান তখন তিন উইকেটে ১৯৪। জোড়া ধাক্কা লেগেছিল তখনই। ঠিক আগের বলেই বাজে শট খেলে উইকেট বিলিয়ে দেন মুমিনুল হক। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ৬৫ রানের জুটি গড়ে এগিয়ে নিচ্ছিলেন দলকে। 

এই জুটি ভাঙা দিয়েই ছন্দপতন। ২০ রানের মধ্যে একে একে ফিরে যান নাজমুল, জাকের আলী, মুশফিকুর ও নাঈম হাসান। এই ধস নিয়ে আক্ষেপ থাকলেও টেস্টে চার বছরের সেঞ্চুরিখরা কাটার স্বস্তি ছিল সাদমানের কণ্ঠে, ‘অবশ্যই ভালো লাগছে। খেলাটা তো রানের জন্যই। সবসময় ইচ্ছা থাকে বড় রান করার। আমি চেষ্টা করেছি যতটুকু দলের জন্য দিতে পারি। সেঞ্চুরির পর ইনিংসটা আরেকটু বড় করা যেত। তাহলে আমরা আরও ভালো অবস্থানে থাকতাম।’

বাংলাদেশ-জিম্বাবুয়ে বাংলাদেশ ক্রিকেট সাদমান ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম