Logo
Logo
×

খেলা

ভিলা ছাড়লেও প্রিমিয়ার লিগেই থাকবেন মার্তিনেজ?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১০:৫৬ পিএম

ভিলা ছাড়লেও প্রিমিয়ার লিগেই থাকবেন মার্তিনেজ?

এমিলিয়ানো মার্তিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের অ্যাস্টন ভিলার ছাড়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত। গত মৌসুমের শেষদিকে ভিলা সমর্থকদের চোখের জলে বিদায়ও জানিয়েছেন তিনি। যদিও ভিলা ছেড়ে ঠিক কোন ক্লাবে যাবেন মার্তিনেজ, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর চাউর হয়েছিল, বার্সেলোনার রাডারে আছেন মার্তিনেজ। তবে এখন শোনা যাচ্ছে, পোলিশ গোলকিপার ভয়চেখ শেজনির সঙ্গে চুক্তি নবায়ন এবং এস্পানিওলের হুয়ান গার্সিয়াকে দলে টানার দিকেই নজর স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

এমন সময়ে আর্জেন্টিনার গণমাধ্যমগুলোর দাবি, স্পেন নয়–ইংল্যান্ডে-ই থেকে যেতে পারেন মার্তিনেজ। হারানো গৌরব হাতড়ে বেড়ানো ম্যানচেস্টার ইউনাইটেড হতে পারে আর্জেন্টাইন গোলকিপারের নতুন গন্তব্য। গোলপোস্টে আন্দ্রে ওনানার ওপর এখন আর আস্থা রাখতে পারছে না রেড ডেভিলরা। সেই জায়গায় বিকল্প হিসেবে মার্তিনেজের কথা ভাবছে তারা।

এছাড়া প্রিমিয়ার লিগের ইন ফর্ম দল এবং মার্তিনেজের সাবেক ক্লাব আর্সেনালকে ঘিরেও গুঞ্জন রয়েছে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ যদি দাভিদ রায়ার দিকে হাত বাড়ায়, তবে আর্সেনাল তাদের সাবেক গোলকিপারকে ফিরিয়ে আনতে পারে।

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া মার্তিনেজ অবশ্য দলবদলের ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছেন। তার ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, মার্তিনেজ এখন সব প্রস্তাবকেই বিবেচনায় রাখছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম