থমাস ফ্রাঙ্ক। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইউরোপা লিগ জয়ের পর কোচ অ্যাঞ্জ পস্তেকগলুকে ছাঁটাই করেছে টটেনহ্যাম। সে সিদ্ধান্তের সপ্তাহখানেকের মধ্যে নতুন কোচ বেছে নিয়েছে দলটি। প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ব্রেন্টফোর্ডের কোচ থমাস ফ্রাঙ্ককে নিয়োগ দিয়েছে পস্তেকগলুর স্থলাভিষিক্ত করেছে তারা।
বৃহস্পতিবার (১২ জুন) ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয় টটেনহ্যাম।
হেড কোচ হিসেবে ফ্রাঙ্ক ছাড়াও ফুলহ্যামের মার্কো সিলভা ও বোর্নমাউথের আন্দোনি ইরাওলাকে বিবেচনায় রেখেছিল টটেনহাম।
টটেনহ্যামকে ইউরোপা লিগ জিতিয়ে ১৭ বছরের ট্রফি খরা ঘুচানোর ১৬ দিন পর পস্তেকোগলু বরখাস্ত হন। তবে তার এই অর্জন ম্লান হয়ে যায় প্রিমিয়ার লিগে দলের বাজে পারফরম্যান্স। ২২ হারে তারা মৌসুম শেষ করে ১৭তম স্থানে থেকে। ১৯৭৭ সালে অবনমনের পর এটাই তাদের সবচেয়ে হতাশাজনক মৌসুম ছিল।
টটেনহ্যামকে চেনারূপে ফিরিয়ে আনতে এবার দায়িত্ব দেওয়া হলো ফ্রাঙ্ককে। ব্রেন্টফোর্ডে সাত বছর ছিলেন তিনি। ২০২১ সালে চ্যাম্পিয়নশিপ থেকে ক্লাবটিকে প্রিমিয়ার লিগে উন্নীত করেন।
ড্যানিশ হেড কোচের অধীনে গত চার মৌসুমে ব্রেন্টফোর্ড ১৩তম, নবম, ১৬তম ও দশম হয়েছে। গত মৌসুমে তাদের ৬৬ গোলের চেয়ে বেশি গোল করেছে আর মাত্র চারটি দল।
