ক্লাব বিশ্বকাপের ম্যাচে ৫০ হাজার সিট খালি যে ৪ কারণে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০১:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলেও গ্যালারির চেহারা দেখে চমকে গেছেন চেলসি কোচ এনজো মারেস্কা। সোমবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেস এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইউরোপা কনফারেন্স লিগজয়ীরা। কিন্তু ৭১ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে ছিলেন মাত্র ২২ হাজার দর্শক।
ম্যাচের পর সংবাদমাধ্যমকে মারেস্কা বলেন, ‘পরিবেশটা একটু অদ্ভুত ছিল, স্টেডিয়ামটা প্রায় ফাঁকা, পূর্ণ ছিল না। আমরা পেশাদার, পরিস্থিতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয় আমাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়দের আচরণ ও মনোভাব। আবারও তারা দেখিয়েছে কতটা পেশাদার তারা।’
চেলসি কোচ জানান, তারা এমন একটি ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছিলেন যেখানে গ্যালারিতে থাকবে ভালো উপস্থিতি। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তবে আগামী ম্যাচে গ্যালারিতে ভিন্ন চিত্র আশা করছেন তিনি। তিনি বলেন, ‘আমরা এই ম্যাচের প্রস্তুতি নিয়েছিলাম ভিন্ন এক পরিবেশ ভেবে। তবে পরের ম্যাচটা নিঃসন্দেহে চমৎকার হবে, কারণ আমরা জানি ব্রাজিলিয়ান দলগুলো সবসময় অনেক, অনেক দর্শক নিয়ে আসে।’
শনিবার লিওনেল মেসির ইন্টার মায়ামি ও আল আহলি ম্যাচে গ্যালারিতে ছিলেন ৬০ হাজারের বেশি দর্শক। আর রবিবার রোজ বোল স্টেডিয়ামে পিএসজি ও অ্যাতলেতিকো মাদ্রিদের ম্যাচে ছিলেন ৮০ হাজারের বেশি মানুষ। সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বোকা জুনিয়র্স ও বেনফিকার ম্যাচেও ছিল গর্জে ওঠা ভরা গ্যালারি।
চেলসির ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুর ৩টায় (স্থানীয় সময়), যার কারণে অনেকেই কাজের ব্যস্ততার জন্য মাঠে আসতে পারেননি। এমএলএস ক্লাব আটলান্টা ইউনাইটেডের ম্যাচগুলোতে সাধারণত ৪৫ হাজারের বেশি দর্শক থাকেন। এই দলটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সমর্থন পাওয়া ক্লাব।
সঙ্গে যোগ করতে পারেন টিকিটের বিশাল দামকেও। ক্লাব বিশ্বকাপের সব ম্যাচ টিকিটে নিয়েই দাম নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে এই ম্যাচে দর্শক না হওয়ার পেছনে আরও বড় দুটো কারণ ছিল শহরটিতে পাওয়ার রেঞ্জার্স কনভেনশন আর ইউএফসি রেসলিংয়ের একটি ইভেন্ট। সেখানেও দর্শক ভাগ হয়ে গেছে বলে জানাচ্ছে বিবিসি। তবে টুর্নামেন্টের ‘বিজনেস এন্ডে’ এমন দৃশ্য দেখা যাবে না বলেই আশাবাদ জানিয়েছে সংশ্লিষ্টরা।
