Logo
Logo
×

খেলা

বিশ্বকাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৭:৫৩ পিএম

বিশ্বকাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৬ সালের ১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ডের মাঠে বিশ্বকাপ আসর বসবে।

মেগা টুর্নামেন্টের এক বছর আগেই সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে গ্রুপ–১ তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব থেকে আসা দুই দেশ।

গ্রুপ–২ এ স্বাগতিক ইংল্যান্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে দুটি দল বাছাইপর্ব থেকে যুক্ত হবে।

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরে খেলাগুলো ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ২৪দিন ধরে চলা টুর্নামেন্টে ৩৩টি ম্যাচ হবে। দুটি সেমিফাইনাল হবে দ্য ওভালে, ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরে দলের সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে, যা ২০২৩ সালের আসরে ছিল ১০।

১২ জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে  স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে ও শ্রীলংকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম