Logo
Logo
×

খেলা

ইংল্যান্ডের বিপক্ষে রাহুলের আরেকটি সেঞ্চুরি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৮:০৭ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে রাহুলের আরেকটি সেঞ্চুরি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে আরও একটি সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুল। লিডস টেস্টের দ্বিতীয় ইনিংসে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন রাহুল। 

প্রথম ইনিংসে ৪৮ রানে আউট হওয়া এই ওপেনার দ্বিতীয় ইনিংসে হাঁকান সেঞ্চুরি। ক্যারিয়ারের ৫৯তম টেস্টে এটা তার নবম সেঞ্চুরি।

এর আগে এই ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে চেন্নাইয়ে টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ১৯৯ রানের ইনিংস খেলেন রাহুল। এরপর ২০১৮ সালে ওভালে খেলেন ১৪৯ রানের ইনিংস এবং ২০১৬ সালে লর্ডসে খেলেন ১২৯ রানের ইনিংস।

লিডস টেস্টের প্রথম ইনিংসে শুভমান গিল (১৪৭), ঋভষ পন্থ (১৩৪) ও জয়সওয়ালের (১০১) সেঞ্চুরিতে ভর করে ৪৭১ রান করে ভারতীয় ক্রিকেট দল।

জবাবে ব্যাটিংয়ে নেমে ওলি পোপের সেঞ্চুরি আর হ্যারি ব্রুকের ৯৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৪৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। 

প্রথম ইনিংসে পাওয়া ৬ রানের লিড নিয়ে রোববার তৃতীয় দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ৯০ রান করে ভারত। 

আজ সোমবার চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেই উইকেট হারান অধিনায়ক শুভমান গিল। প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ রান করা গিল তৃতীয় দিনে ৬ রানে অপরাজিত ছিলেন। আজ মাত্র ২ রান করতেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম