|
ফলো করুন |
|
|---|---|
শ্রীলংকা সফরে গতকাল প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৪৯.২ ওভারে ২৪৪ রানে গুঁড়িয়ে দিয়ে রান তাড়ায় উড়ন্ত সূচনা করে বাংলাদেশ ক্রিকেট দল। ১ উইকেটে ১০০ রান করে জয়ের স্বপ্ন দেখছিল টাইগাররা।
এরপর লংকান লেগ স্পিনার ওয়ানেন্দু হাসারাঙ্গা আর অফ স্পিনার কামিন্দু মেন্ডিসের ঘুর্ণি বলে বিভ্রান্ত হয়ে মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনিকের ৬২ ও ৫১ রানের ইনিংসে ভর করে ১৬৭ রান করা বাংলাদেশ, হেরে যায় ৭৭ রানে।
শ্রীলংকা সফরে বাংলাদেশ দলের হঠাৎ ব্যাটিং বিপর্যয় নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, ‘আল্লাহ জানে ওরা কেন এমন করে খেলল। আমি তো হিসাব মিলাতে পারছি না। এই ওয়ানডেতে তো জেতা উচিত ছিল। ’
টেস্ট ক্রিকেটের এই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আরও বলেছেন, ‘আসলে সমস্যাটা হয়েছে শ্রীলংকান বোলারদের হাত রিড করতে পারেনি আমাদের ব্যাটসম্যানরা। শ্রীলংকায় সাফল্য পেতে হলে বুঝতে হবে হাত দেখে বলটা কী হতে যাচ্ছে। ওটা পড়তে না পারলে সর্বনাশ।’
দলের পারফরম্যান্সে হতাশ হলেও আশরাফুল অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে মুগ্ধ। তিনি বলেন, ‘মিরাজের ক্যাপ্টেন্সি আমার দারুণ লেগেছে। সব বিভাগেই ও অসাধারণ। আপনি শুরুতে বোলিং পরিবর্তনগুলো দেখুন, বেশ কার্যকর ছিল। শান্তর হাতেও বল তুলে দিয়ে সাফল্য পেয়েছে। এটা সাহসের ব্যাপার, যেটা ওর আছে।’
শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম শ্রীলংকা। সেই ম্যাচ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘এখানে যে ভুল হয়েছে ব্যাটসম্যানদের, সেটা সামলে নিতে পারলে পরের ম্যাচে জয় আসবে। তবে ওদের বোলারদের হাত রিড করতে হবে। বুঝে খেলতে হবে। তাড়াহুড়ো কিংবা ভয় পেলে চলবে না।’
