৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম আসরের পর্দা নামছে আজ/ সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
অনেক আগে থেকেই তারা ফরাসি ফুটবলের রাজা। এ মৌসুমে ফ্রেঞ্চ লিগ, কাপ ও সুপার কাপের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপের মুকুট উঠেছে পিএসজির মাথায়। সোনায় মোড়ানো মৌসুমের শেষ প্রান্তে এসে দেম্বেলে, হাকিমিদের সামনে বিশ্বসেরার আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার হাতছানি।
যুক্তরাষ্ট্রে নতুন সংস্করণের ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম আসরের পর্দা নামছে আজ। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ব্লকবাস্টার ফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও চেলসি।
বিশ্বকাপ ট্রফির পাশাপাশি ফাইনালে জিতলে মিলবে বাড়তি ৪০ মিলিয়ন ডলার প্রাইজমানি। ফাইনালে ওঠার পথে পিএসজি ১০৭.৭ মিলিয়ন ডলার ও চেলসি ৮৯.৫ মিলিয়ন ডলার প্রাপ্তি নিশ্চিত করেছে। চ্যাম্পিয়ন হলে সব মিলিয়ে পিএসজি পাবে ১৪৭.৭ মিলিয়ন ডলার এবং চেলসি ১২৯.৫ মিলিয়ন ডলার।
প্রশ্ন হলো, সর্বজয়ী পিএসজির বিশ্বসেরা হওয়া কি ঠেকাতে পারবে চেলসি? কাজটা কঠিন হলেও অসম্ভব মনে করছেন না ব্লুজ কোচ এনজো মারেস্কা, ‘শুধু ইউরোপ নয়, এ মুহূর্তে বিশ্বের সেরা ক্লাব পিএসজি। সত্যিই তাদের খেলা উপভোগ করি। তবে প্রতিটি ম্যাচের গল্পই আলাদা। সেরাটা দিয়ে ফাইনালের গল্পটা আমরাই লিখতে চাই।’
আসরে বোতাফোগোর কাছে একমাত্র হার বাদ দিলে পুরো আসরে পিএসজির সামনে দাঁড়াতে পারেনি কেউ। লিওনেল মেসির ইন্টার মিয়ামির পাশাপাশি আতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো পরাশক্তিদেরও উড়িয়ে দিয়েছে লুইস এনরিকের দল। সেই তুলনায় ফাইনালে ওঠার পথে সত্যিকারের অগ্নিপরীক্ষা দিতে হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগে এবার চতুর্থ হওয়া চেলসিকে।
তাইবলে মাঠে নামার আগেই নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন ভাবতে নারাজ পিএসজি কোচ এনরিকে, ‘ঐতিহাসিক মৌসুমটা সম্ভাব্য সেরাভাবে শেষ করতে চাই। সেজন্য শতভাগের বেশি দিতে হবে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠাকিতা সারতে মাঠে নামব, ব্যাপারটা মোটেও এমন নয়। চেলসি দুর্দান্ত দল। দুদলেরই সমান সুযোগ থাকবে।’
