যুগান্তরে প্রকাশিত টাকা লোপাটের খবরে নড়েচড়ে বসল ক্রীড়া মন্ত্রণালয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৮:৫৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
সরকারের দেওয়া ২০ কোটি টাকা হাপিসের খবরে নড়েচড়ে বসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দৈনিক যুগান্তরে গত ২৩ জুন ‘সরকারের দেওয়া ২০ কোটি টাকা হাপিস!’ শিরোনামে প্রকাশিত খবরে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
সহকারী পরিচালক সাজিয়া আফরিনকে প্রধান করে গঠিত কমিটিকে সরকারের সিডমানির ২০ কোটি টাকার আদ্যোপান্ত খতিয়ে দেখতে বলেছে জাতীয় ক্রীড়া পরিষদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় ক্রীড়া পরিষদ এই তদন্ত কমিটি গঠন করে।
দেশের ফুটবল উন্নয়নে ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় বাজেটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ক্রীড়া সংস্থার মঞ্জুরির আওতায় অন্যান্য অনুদান খাতে এককালীন সরকারি অনুদান হিসাবে ২০ কোটি টাকা দেওয়া হয়।
কেবল ২০১৯-২০ অর্থবছরে বাফুফে কর্তৃক কোনো সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য নয়, বরং এই তহবিলের অর্থ বিনিয়োগ করা হলে তা থেকে অর্জিত মুনাফা ফুটবলের নানাবিধ উন্নয়নের জন্য ব্যয় করতে হবে বলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চিঠি দিয়ে জানিয়েছিল। অথচ অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ দেওয়া ২০ কোটি টাকার পুরোটাই হাপিস করে ফেলে বাফুফে।
