Logo
Logo
×

খেলা

‘লিটন ১০ বছর ধরে খেলছে, তবু কেন ধারাবাহিক নয়?’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৫:০৩ পিএম

‘লিটন ১০ বছর ধরে খেলছে, তবু কেন ধারাবাহিক নয়?’

২০১৫ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় লিটন কুমার দাসের। তারপর থেকেই জাতীয় দলে নিয়মিত খেলে যাচ্ছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। টানা ১০ বছর ধরে ক্রিকেট খেললেও এখনও ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না লিটন দাস। যে কারণে হতাশ জাতীয় দলের সাবেক তারকারা। 

ওয়ানডে ক্রিকেটে সবশেষ ৮ ম্যাচে লিটন ফেরেন ৬, ১*, ০,০, ২,৪,০ ও ০ রানে। তার মানে ৮ ম্যাচে তার সংগ্রহ মাত্র ১৩ রান। টপঅর্ডার একজন ব্যাটসম্যান যদি এভাবে ধারাবাহিক ব্যর্থ হন তাহলে দলের ১২টা বাজতে কী আর বাকি থাকে! 

শ্রীলংকায় চলতি সফরে টি-টোয়েন্টিতে সবশেষ ম্যাচে ৭৬ রান করে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন অধিনায়ক লিটন দাস। কিন্তু তার আগে তিন ম্যাচে লিটন আউট হন ৬, ২২, ও ৬ রান করে। 

টি-টোয়েন্টির মতো টেস্টেও একই হাল। শ্রীলংকা সফরে গল টেস্টে ৯০ রানের ইনিংস খেলা লিটন এরপর তিন ইনিংসে ফেরেন ৩, ৩৪ ও ১৪ রান করে।

শ্রীলংকা সফরে যাওয়ার আগে গত বছরের আগস্ট থেকে ১০ ইনিংসে লিটন সেঞ্চুরিতো দূরে থাক, ফিফটির ইনিংসও খেলতে পারেননি। এই ১০ ইনিংসের মধ্যে চারবার লিটন আউট হয়েছেন মাত্র ১ রানে। দুইবার আউট হয়েছেন ৭ ও ১৩ রানে।  

টানা ১০ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলা একজন ব্যাটসম্যানের এমন বাজে পারফরম্যান্সে হতাশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি বলেন, ‘লিটন অসাধারণ স্কিলফুল প্লেয়ার। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাথার ব্যাপার। একটা ম্যাচে সে দুর্দান্ত খেলেছে, কিন্তু বারবার সেটা হয় না। ১০ বছর ধরে খেলছে, তবু কেন ধারাবাহিক নয়? ক্যালকুলেশন, শট সিলেকশন-সব মাথার মধ্যে।’

জাতীয় দলের সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান আরও বলেন, ‘লিটন গ্রেট প্লেয়ার হতে পারে, কিন্তু আমি মনে করি ১০ বছরে সে ৫০%ও দেয়নি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম