Logo
Logo
×

খেলা

সিরিজ বাঁচানোর ম্যাচে থাকবেন বুমরাহ?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম

সিরিজ বাঁচানোর ম্যাচে থাকবেন বুমরাহ?

চতুর্থ টেস্ট বুমরাহ খেলবেন নাকি খেলবেন না, তা জানা যাবে বিকালে টসের পর— সংগৃহীত ছবি

দোটানায় পড়ে গেছে ভারত। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড জিতলে সিরিজ খোঁয়াতে হবে, ওদিকে মূল পেসার জাসপ্রীত বুমরাহ খেলতে পারবে মোটে এক ম্যাচ। চোটে পড়ে আছেন আবার নীতিশ কুমার রেড্ডি ও আর্শদীপ সিং। শুবমান গিলদের বাধ্য হয়েই তাই হয়ত বুমরাহকে রাখতে হবে।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টের আগে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। আজ বিকালে শুরু হওয়া ম্যানচেস্টার টেস্টের ফল তাই সফরকারীদের জন্য গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে বোলিংয়ে মূল অস্ত্র বুমরাহকে একাদশে রাখার অনানুষ্ঠানিক ঘোষণাও দিয়ে রেখেছে ভারতের টিম ম্যানেজমেন্ট।

ম্যানচেস্টারে রেকর্ড অবশ্য ভারতের পক্ষে নেই। ৯ ম্যাচের চারটিতে হেরেছে। পাঁচটিতে ড্র। স্বভাবত চাপে থেকেই টেস্ট শুরু করবে শুবমানরা। ওয়ার্ক লোডের হিসেবে পাঁচ টেস্টের সিরিজে  তিনটি টেস্ট খেলার কথা বুমরার। দুটি খেলে ফেলেছেন। বাকি দুই টেস্টের একটিতে খেলবেন। সিরিজ বাঁচানোর লড়াইয়ে বুমরাকে বসিয়ে রাখার বিলাসিতা দেখাবে না হয়ত ভারত।

আগের দিন সংবাদ সম্মেলনে মোহাম্মদ সিরাজ সেটিই বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা কেবল জানি বুমরা ভাই খেলবেন।’ ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটও দিয়েছেন তেমন ইঙ্গিত, ‘আমরা জানি, শেষ দুই টেস্টের একটিতে তাঁকে আমরা পাব। এটি সিরিজ নির্ধারণী টেস্ট হয়ে পড়ায় তাঁকে খেলানোর সম্ভাবনাই বেশি।’

লর্ডসে টেস্ট হারার দিনে শুবমানও শুনেছিলেন একই প্রশ্ন, ‘বাকি টেস্টটি বুমরাহ ম্যানচেস্টারে নাকি দ্য ওভালে খেলবেন? ভারতের অধিনায়ক দিয়েছিলেন সোজাসাপ্টা উত্তর, ‘সময় আসলে দেখতে পাবেন।’ কিছু সময় আর বাকি!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম