Logo
Logo
×

খেলা

বাঁচা-মরার লড়াইয়ের আগে বুমরাহকে হারাল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১১:৩০ এএম

বাঁচা-মরার লড়াইয়ের আগে বুমরাহকে হারাল ভারত

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে খেলছেন না জাসপ্রিত বুমরাহ। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ওভালের এই টেস্টে তাকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। বোর্ডের মেডিকেল টিম জানিয়েছে, বুমরাহর পিঠের ভবিষ্যৎ ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত একেবারে অপ্রত্যাশিত নয়। শুরু থেকেই পরিকল্পনা ছিল, ইংল্যান্ড সফরের পাঁচ টেস্টে বুমরাহ খেলবেন কেবল তিনটি। একই কারণে তাকে অধিনায়কত্বের জন্যও বিবেচনা করা হয়নি। এই সিরিজে তিনি খেলেছিলেন হেডিংলির প্রথম টেস্টে। এরপর এজবাস্টনের দ্বিতীয় টেস্টে বিশ্রামে ছিলেন। পরে লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে আবার খেলেন।

তবে চতুর্থ দিনের পর থেকে ওল্ড ট্রাফোর্ডে আর বল করেননি বুমরাহ। সেই সঙ্গে শেষ দুই টেস্টের মাঝে তিনদিনের বিরতি থাকায় হয়তো ভারতীয় দল ব্যবস্থাপনা তাকে শেষ ম্যাচে খেলানোর চিন্তাও করেছিল। কারণ, এই ম্যাচ জিতলেই সিরিজ ২-২ সমতায় শেষ হবে।

তবে চতুর্থ টেস্টে বুমরাহর গতি কমে গিয়েছিল। লর্ডসে তার ২২.৩ শতাংশ বল ছিল ১৪০ কিমি প্রতি ঘণ্টার ওপরে, কিন্তু ওল্ড ট্রাফোর্ডে সেটা নেমে আসে মাত্র ০.৫ শতাংশে। ৩৩ ওভার বল করে মাত্র দুটি উইকেট পান এবং ইনিংসে ১০০-এর বেশি রান দেন প্রথমবারের মতো।

এই সিরিজে এখন পর্যন্ত ১৪ উইকেট নিয়ে বুমরাহ মোহাম্মদ সিরাজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ম্যানচেস্টার টেস্ট ড্র হওয়ার পর কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, ওভাল টেস্টের জন্য বুমরাহ ফিট আছেন। তবে দুদিন পরই আসে বিশ্রামের ঘোষণা।

কে খেলবেন বুমরাহর জায়গায়? মঙ্গলবার ভারতের ঐচ্ছিক অনুশীলনে দেখা যায়, আকাশ দীপ বল করছেন পুরোদমে। তিনি চতুর্থ টেস্টে খেলতে পারেননি গ্রোয়েনের চোটে। তবে দ্বিতীয় টেস্টে এজবাস্টনে ১০ উইকেট নিয়ে নিজেকে চিনিয়েছিলেন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তার বেস্ট ফিগার ছিল ৬/৯৯।

লর্ডসে আকাশ দীপ ছন্দে ছিলেন না। তবে ওভালের সিমবান্ধব কন্ডিশন তাকে সাহায্য করতে পারে। দলের বাকি তিন পেসার প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর ও অংসুল কাম্বোজ খুব একটা ভালো করতে পারেননি। ফলে সিরাজকেই আবারও আক্রমণের নেতৃত্ব দিতে হবে।

সিরাজ সিরিজে এখন পর্যন্ত ১৩৯ ওভার বল করেছেন, পেসারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। তার ফিটনেসও একটা বড় ভাবনার বিষয় দলের জন্য। তৃতীয় পেসার হিসেবে খেলতে পারেন প্রসিদ্ধ বা আরশদীপ। আরশদীপ সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন এবং বল ও ব্যাটিং করেছেন অনুশীলনে।

ঋষভ পন্থ ওভাল টেস্টে খেলতে পারছেন না, তাই উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন ধ্রুব জুরেল। তার ব্যাটিং নজর কাড়লেও ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা নেই জুরেলের। ফলে তাকে ব্যাকআপ দেওয়ার জন্য দলে থাকতে পারেন শার্দুল। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম